বার বার শ্রীশ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাইলাম।
sri sri ramthakur |
সোদর-প্রতিম উপেন্দ্রকুমার সাহা নোয়াখালী জিলার চৌমুহনীতে প্রতি বৎসর অতি সমারোহে শ্রীশ্রী ঠাকুরের ঝুলন উৎসব করেন।এই সময় ঠাকুরের ফটোটি দোলায় বসাইয়া নানা রকম সোনার গহনা ও ফুল দিয়া সজান হয়।রাত্রিতে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।প্রায় ১৫ দিন ধরিয়া এই উৎসব অনুষ্ঠিত হয়।
এই রকম এক ঝুলন অনুষ্ঠানে পুর্নিমার দিন আমি উপস্থিত ছিলাম।দিনের বেলায় মহোৎসব হইবে।লোকে লোকারন্য।বর্ষাকাল।প্রায় রোজই বৃষ্টি হয়।ভোগের পর হাজার খানেক লোক মুক্ত প্রাঙ্গনে বসিয়া প্রসাদ গ্রহন করিতেছেন।এমন সময় চতুর্দ্দিক অন্ধকার করিয়া বৃষ্টি আসিল।উপেন ভাই অস্থির হইয়া আমাকে জিজ্ঞাসা করিল “দাদা কি হইবে”?বলিলাম “ঠাকুরকে ডাক,আর কোন উপায় নাই”।ভক্তের ডাক ভগবান উপেক্ষা করিতে পারেন নাই।অবাক হইয়া দেখিতে লাগিলাম যে,উপেন ভাই এর বাসার চতুর্দ্দিকে বৃষ্টি হইতেছে ,কিন্তু তাঁহার বাসার মধ্যে ঐ উম্মুক্ত প্রাঙ্গনে এক ফোঁটা জলও পড়ে নাই।জীবনে এই দৃশ্য দেখার সৌভাগ্য আর হয় নাই।ঠাকুরের কি মহিমা! চক্ষু দিয়া জল আসিল।বার বার শ্রীশ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাইলাম।
“শ্রীগুরু রামঠাকুর”
শ্রী শ্রী রামঠাকুর এর কথা।
বার বার শ্রীশ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাইলাম।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
July 07, 2020
Rating:
No comments: