গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

শ্রীশ্রীঠাকুর নাম নেওয়া আর নাম পাওয়া সমন্ধে যাহা বুঝাইলেন তাতে আমাদের নিজেদের দেখা দরকার সত্যি কি নাম পেয়েছি নাকি নাম নেওয়ার জন্যই নাম নিয়েছি।

 জয়গোবিন্দ

শ্রীশ্রীঠাকুর নাম নেওয়া আর নাম পাওয়া সমন্ধে যাহা বুঝাইলেন তাতে আমাদের নিজেদের দেখা দরকার সত্যি কি নাম পেয়েছি নাকি নাম নেওয়ার জন্যই নাম নিয়েছি।



" নাম নিছেন, নাম পান নাই। নাম পাইলে স্বভাব এই রকম হয় না। ''
একদিন একজন ঠাকুর আশ্রিত শ্রীশ্রীঠাকুরকে বলিলেন -
ভক্ত :- ঠাকুর মশাই, যাহা দিয়াছেন তাহা তো হইয়া গেল, এখন আবার নূতন কিছু দেন যাহাতে একটু বেশী শক্তি পাইয়া অগ্রসর হইতে পারি। এই প্রকার প্রকাশ করা মাত্রই শ্রীশ্রীঠাকুরের চোখ বিস্ফারিত হইল। ঠাকুর অতি মৃদুস্বরে স্নেহভরে বলিলেন "আপনি কি পাইয়াছেন তা'র পরীক্ষা দিতে পারেন? আপনার কিছুই হয় নাই।"
ভক্ত :- আপনি যে ভাবে নাম করিতে বলেছেন সে ভাবেই তো নাম কত্তে আছি।
ঠাকুর :- নাম নিছেন, নাম পান নাই। নাম পাইলে স্বভাব এই রকম হয় না। নাম সত্য, নাম নিত্য, নাম অখন্ড, নাম স্থির, নামের কোন অংশ নাই, কম্প নাই, নাম প্রতিষ্ঠা হইলে আর তার মধ্যে অসত্য, অস্থিরতা বা কম্পন থাকে না। নামের কোন তরঙ্গ নাই। যার বিশুদ্ধ সমুদ্রজলে পিপাসা মিটে না সে গেছে পচা ডোবার জলে আশ মিটাইতে।
এই সামান্য একটু ক্ষণিক শক্তি দেইখ্যাই মুগ্ধ হইয়া গেছেন, নামের শক্তি কি কইরা অনুভব হইব ? এই সামান্য শক্তি ছয় মাস চেষ্টা করলে সকলেই পাইতে পারে। আবার থাকেও ছয় মাস। আপনে যে নাম পাইছেন তা ভুইলা যান। তারপর যেখানে যাওয়ার সেখানে যান কিন্তু অব্যাহতি নাই, আমি ছাড়ুম না। সুদে আসলে সবই আদায় কইরা লইমু। "
শ্রীশ্রীঠাকুর নাম নেওয়া আর নাম পাওয়া সমন্ধে যাহা বুঝাইলেন তাতে আমাদের নিজেদের দেখা দরকার সত্যি কি নাম পেয়েছি নাকি নাম নেওয়ার জন্যই নাম নিয়েছি।
গুরুকৃপাহি কেবলম্
গুরুকৃপাহি কেবলম্
গুরুকৃপাহি কেবলম্
শ্রীশ্রীঠাকুর নাম নেওয়া আর নাম পাওয়া সমন্ধে যাহা বুঝাইলেন তাতে আমাদের নিজেদের দেখা দরকার সত্যি কি নাম পেয়েছি নাকি নাম নেওয়ার জন্যই নাম নিয়েছি। শ্রীশ্রীঠাকুর নাম নেওয়া আর নাম পাওয়া সমন্ধে যাহা বুঝাইলেন তাতে আমাদের নিজেদের দেখা দরকার সত্যি কি নাম পেয়েছি নাকি নাম নেওয়ার জন্যই নাম নিয়েছি। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on August 22, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.