কর্তৃত্ব করতে যাইয়া কেবল কর্ম্মফল বৃদ্ধি করে। এই ঋণ শোধ হয় না বইলাই জন্মমৃত্যু উপভোগ করে। ভবসাগর তারণ হয় না। ভব কি ?
"জয় রাম
একদিন প্রাতে বহু ভক্তের সামনে শ্রীশ্রীঠাকুর বলিতে শুরু করিলেন -
কর্তৃত্ব করতে যাইয়া কেবল কর্ম্মফল বৃদ্ধি করে। এই ঋণ শোধ হয় না বইলাই জন্মমৃত্যু উপভোগ করে। ভবসাগর তারণ হয় না। ভব কি ?
" আমার " মধ্যে আকৃষ্ট হইয়া জীব অহং জ্ঞানে চিরকাল ঘুইরা বেড়ায়, মরুভূমের আকর্ষণ শেষ হয় না, গতাগতিও ঘুচে না।
মানুষ "আমি" তে বদ্ধ জীব। এইটাই মহামায়ার বন্ধন। সেই জন্য মানুষ এই পঞ্চভূতের রাজ্যে আইসা তার অচেতন, জড়, অস্থায়ী, অনিত্য দেহটারে নিয়া কামনায় বাসনায়
" আমি", "আমার "বইলা দগ্ধ হইতেছে।
"আমি" হইল মন, "আমার" হইল বুদ্ধি অর্থ্যাৎ বোধ। এই মন ও বুদ্ধির বেগ ধৈর্য্য ধইরা থাকতে থাকতে মানুষ যখন "আমি", " আমার" এই দক্ষ যজ্ঞ, নামযজ্ঞের প্রভাবে ভুলতে পারবে তখন হইল সত্যনারায়ণ প্রতিষ্ঠা।
অতএব সত্যনারায়নের নামের শরণ লইতে অভ্যাস করবেন। চিরকাল কর্তৃত্ব কইরা কি লাভ করছেন ?
আপনের ভাগ্যের অতিরিক্ত কিছুই পান নাই। কর্ত্তা হইতে যাইয়াই অপার অভাব চিন্তায় সব্বদা কষ্ট ভোগ করতেছেন।
জানবেন, আপনে কর্ত্তা নন। যদি কর্ত্তা হইতেন তবে আপনের বাসনা অনুযায়ী সকল কায্য কেন সফল করতে পারেন না ?
তাই শাস্ত্র বলছে - "ন কর্তৃত্বং ন কর্ম্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্ম্মফলং সংযোগে স্বভাবস্ত্ত প্রবর্ততে।"
অতএব বিচার কইরা দেখবেন নিভৃতে, নির্জ্জনে আপনে কে ?
আপনের কর্ত্তব্য কি ?
আপনের তাপের কারণ কি ?
তবেই দুর্দিন যাইয়া সুদিন উদয় হইব।
****** রামভাই স্মরণে হইতে *****
কর্তৃত্ব করতে যাইয়া কেবল কর্ম্মফল বৃদ্ধি করে। এই ঋণ শোধ হয় না বইলাই জন্মমৃত্যু উপভোগ করে। ভবসাগর তারণ হয় না। ভব কি ?
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
August 24, 2024
Rating:

No comments: