* সরলতা, বিশ্বাস, ভক্তি শরণাগত মহাভাব হচ্ছে ঈশ্বরীয় মাধূর্য্য যা গুরুকৃপাতে উদয় হয়।** গুরু স্মরণ করে যাহাই খাও জানবে প্রসাদ করে পাও।** ভগবৎ সঙ্গ হয় একান্ত- নির্জনে ও ধ্যানে ।
* যাকে ভগবান যতোটুকু ধরা দেন সে তাকে ঠিক ততটুকুই লাভ করে। যুক্তি তর্ক ও বুদ্ধির অন্তেই ভগবত বিশ্বাসের শুরু, চাই শিশু বোধ সরলতা ও পবিত্রতা। (অর্থাৎ শিশুর মত স্বভাব হওয়া প্রয়োজন) গুরুর কোলে ছোট্ট শিশুটির মত হয়ে থাকতে হয় শ্রী শ্রী রাম ঠাকুর।
* সরলতা, বিশ্বাস, ভক্তি শরণাগত মহাভাব হচ্ছে ঈশ্বরীয় মাধূর্য্য যা গুরুকৃপাতে উদয় হয়।** গুরু স্মরণ করে যাহাই খাও জানবে প্রসাদ করে পাও।** ভগবৎ সঙ্গ হয় একান্ত- নির্জনে ও ধ্যানে । **কীর্তনে ভজনে মহা ভাবের সঞ্চার হয়,- ভাবই ভগবানের প্রকাশ। **বিদ্যার মান- ডিগ্রীতে, শিক্ষার- মনুষ্যত্বে এবং সাধন-ভজনের -মোক্ষলাভ।**কর্তাভিমানীর মহাবিপদ- না পারে করতে, না পারে দিতে বা এগোতে।** অপরের দোষ দেখতে অভ্যস্ত হলে নিজের দোষ আর দেখতে পায় না।** সংসারে আমি বলতে কেউ নাই আমার বলতে কিছু নাই।
** না দেখবে কারো দোষ না লইবে কারো রোষ নিজে হইবে সাবধান'- লক্ষে ভগবান থাকলে তিনি টেনে নিয়ে যান,- 'লক্ষ্যই আসল' ....শ্রী শ্রী রাম ঠাকুর।
* সরলতা, বিশ্বাস, ভক্তি শরণাগত মহাভাব হচ্ছে ঈশ্বরীয় মাধূর্য্য যা গুরুকৃপাতে উদয় হয়।** গুরু স্মরণ করে যাহাই খাও জানবে প্রসাদ করে পাও।** ভগবৎ সঙ্গ হয় একান্ত- নির্জনে ও ধ্যানে ।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
September 02, 2024
Rating:

No comments: