গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

 চিএপট নিয়ে শ্রী শ্রী ঠাকুরের বাণী:-

বাংলাদেশের বিক্রমপুরের রাজবংশধর জগন্নাথ রায়কে
ঠাকুর বলেছিলেন নিজেরই চিএপট দেখিয়ে,-
"কেন আইছেন কষ্ট কইরা।
আমি ত আপনার ওই খানেই আছিই।"
চিএপট নিয়ে যতীশ চন্দ্র মালাকার বলেছেন ঠাকুরের বাণী,-
"চিএপট কথা কয় কয়াইলে।"
আবার ঠাকুর চিএপট বসানো নিয়ে বলেছেন,-
"ওই তো চিলা কোঠায় ফালাইয়া থইছেন।"
"চিএপটের আবার গরম লাগবে কেন?
ওটা তো কথা কয় না?"
"চিএপটকে একটা নিমক দানিতে একটু চিনি ও ওষুধ খাওনের টাই গ্লাসে একটু জল দিলেই ত হইয়া গেল গুরুসেবা ?"
"হ রাখছেন না?
খুব ভালো জায়গায় দিছেন যত্ন কইরা চিএপট।"
প্রাণের ঠাকুর সবার মাঝে তাঁর চিএপটের অধিষ্ঠান চান।
যাতে সবাই তাঁকে চলাফেরায় সর্বত্র দেখতে পান আবার
তিনি ও সর্বদা আশ্রিতদের দিকে দৃষ্টি রাখতে পারেন।
তাই ঠাকুরকে আলাদা মন্দির করে, বাড়ির চিলে কোঠায় উঠিয়ে রাখার কোনো যুক্তি নাই। তাই তিনি সর্বদাই আশ্রিতদের চোখের সামনেই থাকতে চান/ভালোবাসেন।

পরমব্রহ্ম গুরু শ্রী শ্রী রামঠাকুর
ডঃ প্রশান্ত কুমার ভট্টাচার্য
পৃষ্ঠা সংখ্যা ৪৯১ হইতে।

জয়রাম জয়গোবিন্দ
জয়রাম জয়গোবিন্দ
জয়রাম জয়গোবিন্দ
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on September 27, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.