গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

'তুলসীর মালা গলায় থাকা ভালো। তাতে শরীর মন শীতল থাকে। তিলক সেবা বহিরাগত পাপ হইতে দেহকে রক্ষা করে।

 বৃন্দাবনের সেই সব দিনগুলি নিরুপদ্রপেই কাটতেছিল। সকালবেলায় স্নান করিয়া যমুনার তীরে কোন বৃক্ষ নিচে বসিয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দিতেন। থাকা খাওয়ার চিন্তা হইতে ছিলেন মুক্ত।

একদিন একজন মালা তিলকধারী বৈষ্ণব বাবাজী যমুনা নদীতে স্নান সারিয়া ফিরেতেছিলেন। শ্যামদাকে বৃক্ষ তলায় বসিয়া থাকিতে দেখিয়া তাঁহার কাছে আসিয়া বাবাজী শান্তভাবে আস্তে আস্তে বলিতে লাগিলেন, 'তোমায় রোজ এই গাছের নিচে বসিয়া থাকিতে দেখি। মনে হয় তুমি বৃন্দাবনেই বাস কর। বৃন্দাবনেই যখন বাস করো বাবা, গলায় তুলসীর মালা নাই কেন ? হাতে জপমালা নাই কেন ? হাতে জপমালা আর তিলক কাটাও নাই। শ্রী বৃন্দাবনধামে বাস করিলে এই তিনটি বস্তু থাকা চাই বাবা। বৃন্দাবনে সংখ্যা জপ, তুলসীর মালা ধারণ, আর তিলক সেবন অবশ্যই করণীয়।'
শ্যামদাকে বৈষ্ণব বাবাজি এইরূপ বলিয়া চলিয়া গেলেন। কিন্তু শ্যামদার মনের গভীরে আলোড়ন সৃষ্টি করিয়া গেলেন তিনি। সত্যই তো বৃন্দাবন ধামে আছি, অথচ ধামের নিয়ম মানিতেছি না। অনুমতি চাহিয়া চিঠি লিখলেন--- ঠাকুরমহাশয়কে । শ্যামদার জানা আছে কোন না কোন আশ্রিত ভক্তের ঠিকানায় চিঠি লিখিলে সেই চিঠি অবশ্যই ঠাকুরের হস্তগত হইত অনতিবিলম্বে। বস্তুতঃ পক্ষে তখনকার ভক্তদের কাছে ইহাও একপ্রকার রহস্যজনক বিষয় ছিল। কারণ এমন কখনও হয় নাই যে, কেহ ঠাকুরকে চিঠি দিয়া উত্তর পান নাই।
শ্যামদা চিঠিতে ব্রজবাসী বৈষ্ণবের কথাও জানাইয়া উত্তরের প্রতীক্ষায় রহিলেন। উত্তর আসিল। শ্রী শ্রী ঠাকুর পত্র দ্বারা শ্যামদাকে জানাইলেন, ---'তুলসীর মালা গলায় থাকা ভালো। তাতে শরীর মন শীতল থাকে। তিলক সেবা বহিরাগত পাপ হইতে দেহকে রক্ষা করে। সংখ্যাজপনের প্রয়োজন দেখি না।'
চিঠিতে শ্রীল শ্রীশ্রীনরোত্তম ঠাকুরের কয়েকটি পংক্তি উদ্ধৃত করিয়া দিয়াছিলেন যথা----
বৃন্দাবন রম্য স্হান দিব্য চিন্তা মনি ধাম
মনোহর মন্দির উজ্জ্বল।
আবৃত কালিন্দী নীরে রাজ হংস খেলা করে

তাহে শোভে কনক উৎপল।।
তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে বেষ্টিত
অষ্ট দলে প্রধান নীয়িকা।
তার মধ্যে রত্নাসনে বসি আছে দুইজনে
শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা।।
চিঠির শেষাংশ শ্রীশ্রী ঠাকুর আরও লিখিলেন,
' বৃন্দাবন বাসে নিবিষ্ট মনে সখা-সখী পরিবেষ্টিত যুগল ভাবনা করিতে হয়।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম
হরে হরে
ছন্নাবতার শ্রীশ্রীরামঠাকুর
সদানন্দ চক্রবর্তী
জয়রাম জয়গোবিন্দ
জয়রাম জয়গোবিন্দ
জয়রাম জয়গোবিন্দ
'তুলসীর মালা গলায় থাকা ভালো। তাতে শরীর মন শীতল থাকে। তিলক সেবা বহিরাগত পাপ হইতে দেহকে রক্ষা করে। 'তুলসীর মালা গলায় থাকা ভালো। তাতে শরীর মন শীতল থাকে। তিলক সেবা বহিরাগত পাপ হইতে দেহকে রক্ষা করে। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on September 27, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.