শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ~
আপনাগো কি হইছে,অত চিন্তা করেন ক্যান ?
চিন্তার তো কোন কারণ দেখি না,
আশ্রয় পাইলে কি আর চিন্তা থাকে ?
নামের উপর... গুরুর উপর দৃঢ় বিশ্বাস থাকলে জীবের দুরবস্থা ঘটে না।
আপনারা কোন চিন্তা কইরেন না,
আমি সর্বদা ছায়ার মত আপনাগো সংগে থাইক্যা আপনাগো রক্ষা করতাছি....
আমার উপর সকল ভার দিয়া সংসারের কর্তব্যকর্ম কইরা যাইবেন।
প্রারব্ধ ভোগ কাইট্যা যাইবো, আর আপনাগো আইতে হইবো না।
(শ্রীশ্রী রামঠাকুরের অমৃতবাণী)
No comments: