গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

 

শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ~
আপনাগো কি হইছে,অত চিন্তা করেন ক্যান ?
চিন্তার তো কোন কারণ দেখি না,
আশ্রয় পাইলে কি আর চিন্তা থাকে ?
ভাগ্যবশে যার যা দেনা-পাওনা আছে তা যথাসময়ে পূর্ণ এবং শেষ হইবোই।
নামের উপর... গুরুর উপর দৃঢ় বিশ্বাস থাকলে জীবের দুরবস্থা ঘটে না।
আপনারা কোন চিন্তা কইরেন না,
আমি সর্বদা ছায়ার মত আপনাগো সংগে থাইক্যা আপনাগো রক্ষা করতাছি....
আমার উপর সকল ভার দিয়া সংসারের কর্তব্যকর্ম কইরা যাইবেন।
প্রারব্ধ ভোগ কাইট্যা যাইবো, আর আপনাগো আইতে হইবো না।
(শ্রীশ্রী রামঠাকুরের অমৃতবাণী)
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on December 20, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.