" আমি পূজা করি "----------
---ঠাকুরের কথা ছিল- আমি পূজা করি---"এই অহং জ্ঞানে যদি পুজা করিয়া থাকেন,
তবে যেন পূজা করেন না। নারায়ণের পুজা নারায়ণ আপনার দ্বারা করাইতেছেন, যদি
সে ভাব লইয়া পুজা করিতে পারেন তবেই পুজা করিবেন এবং সেক্ষেত্রে তিনি অবশ্যই
আপনার পুজা গ্রহণ করিবেন। ঠাকুরের মতে নর-নারী উভয়েরই পুজার
সমান অধিকার আছে। যদি কোন ব্যক্তি শুচিদেহে, একাগ্রচিত্তে ও একনিষ্ঠ ভক্তি
সহকারে আরাধ্য দেবতার অর্চনা করেন, দেবতা অবশ্যই পুজা গ্রহণ করেন।
ইহাতে স্ত্রী-পুরুষের বিচার নাই।।
-- পৃষ্ঠা ১৫২--
--- শ্রীশ্রী রাম ঠাকুরের জীবন কথা বই থেকে নেওয়া---

No comments: