🌷🌷শ্রীশ্রীঠাকুর বলতেন,“নিয়মে জড়াবেন না,নিয়মে জড়ালে কালে নিয়মই হয়ে দাঁড়াবে মুখ্য—লক্ষ্য হয়ে যাবে গৌণ,”- নিয়মই বন্ধন, লক্ষ্য অর্থাৎ ইষ্টই আসল। চাই শুদ্ধ ভক্তি ও নিষ্ঠা।🌷🌷
ভগবানের কর্ম্ম করিতে কোন চেষ্টা করিবার দরকার হয় না।তাঁহাকে পাওয়াই দরকার এই ভাব হৃদয়ে জন্মিলেই প্রাপ্ত হইয়া থাকে, বেদ বিধিতে পায় না।
—বেদবাণী ১/১৪২
গুরু কে?
গুরু কে? ভগবান যাঁহার মধ্য দিয়া প্রকাশিত হন,তিনিই গুরু।তাই পরমপদ দর্শন করাইতে একমাত্র গুরুই পারেন।যিনি অনন্তকে দর্শন করাইতে পারেন,তিনিও অনন্ত। তাঁহার জন্মও নাই,মৃত্যুও নাই।উর্দ্ধ-লোক হইতে অবতরণ করিয়া জীবের সম্মুখে উপস্থিত হইবার জন্য তাঁহার জন্ম বা দেহ ধারণ, উদ্দেশ্য জীবোদ্ধার।যিনি পরম ব্রহ্মকে পাওয়াইয়া দিবেন—তাঁহার দিকে সদা উন্মুখ থাকাই সকলের কর্ত্তব্য।
স্মরণিকা
শ্রীশ্রীঠাকুররামচন্দ্রদেবের
১২৫-তম শুভ আবির্ভাব তিথি স্মরণে
বিদেহী চতুর্থ মোহন্ত মহারাজ
শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের বাণী।
..........................................................................................................................................................................................................
...
..........................................................................................................................................................................................................
একবার শ্রীশ্রী ঠাকুর বাগানের ঘরে বসে আছেন। আমার ছোট ভাই শংকর এক সময় লজেন্স খাচ্ছিল। শ্রীশ্রী ঠাকুরকে একটা লজেন্স দিয়ে বলল, "তুমিও খাও। "সামান্য হেসে সামনে বসানো শ্রীশ্রী ঠাকুরের ছবি দেখিয়ে শ্রীশ্রী ঠাকুর বললেন, "তুমি ঐখানেই দাও। দেখো না আমার দাঁত নাই, তাই ঐখানেই দাও, তাইলেই আমার খাওয়া হইব।"
কি দয়াল আমাদের শ্রীশ্রী ঠাকুর। কত স্পষ্টভাবে, কত সাধারনভাবে বুঝিয়ে দিলেন, ও ছবি তো শুধুমাত্র ছবি বা পট নয়, জীবন্ত বিগ্রহ, তাতে শ্রীশ্রী ঠাকুর স্বয়ং বিদ্যমান। তাই তো তিনি বললেন, "ঐখানে দাও, তাইলেই আমার খাওয়া হইব।" তিনি স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও ছবির উল্লেখ করলেন, বোঝালেন আমরা শ্রীশ্রী ঠাকুরকে ছবিতে দেখি, সে ছবি শুধু ছবি নয়, তা যে জীবন্ত, স্বয়ং তিনি বিদ্যমান। আমরা বুঝি না বুঝি, দেখি বা না দেখি শ্রীশ্রী ঠাকুর তাতে স্পষ্টভাবে আছেন। আর তাই শ্রীশ্রী দয়াল ঠাকুর দয়া করে আমাদের এভাবে বুঝিয়ে দিলেন।
..........................................................................................................................................................................................................
🌷🌷শ্রীশ্রীঠাকুর বলতেন,“নিয়মে জড়াবেন না,নিয়মে জড়ালে কালে নিয়মই হয়ে দাঁড়াবে মুখ্য—লক্ষ্য হয়ে যাবে গৌণ,”- নিয়মই বন্ধন, লক্ষ্য অর্থাৎ ইষ্টই আসল। চাই শুদ্ধ ভক্তি ও নিষ্ঠা।🌷🌷
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
December 03, 2023
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
December 03, 2023
Rating:










.jpg)
No comments: