শ্রীশ্রী ঠাকুরের শ্রী মুখে ব্যাখ্যা
রাত্রির শেষ প্রহর ব্রাহ্মমুহুর্ত্ত, এই সময়কে অযর্মা বলে। এই সময় সকল দেব দেবী মর্ত্যে ঘুরিয়া বেড়ায়। তখন মানুষ ঘুম হইতে উঠিয়া কাজ করিলে দেবদেবীদের বাতাস গায়ে লাগে তাহাতেই আশীর্ব্বাদ পায়। সূর্য্য উদয়ের পরে ঘুম থেকে উঠিলে যে সূর্যের তাপ গায়ে লাগে তাহাতে ভুত প্রেতে দেহ মন আশ্রয় করে। রাত্রিতে খাওয়া এঁটো বাসন যদি শোয়ার ঘরে থাকে তবে ঐ বাসন ভূত প্রেতে আশ্রয় করে। অযর্মা সময়ে আকাশের দিকে চাহিয়া দেখিবেন। প্রথম সাদা রং থাকে পরে নীলরং এবং সূর্য্য উঠিতে আরম্ভ করিলে লাল রং হয়। আমরা যখন দেখি সূর্য্য উঠিয়াছে সূর্য্য তাহার অনেক আগেই আকাশে উদয় হয়। ঠাকুর আরও বলিয়াছেন শীতের সময় ব্রাহ্মমুহুর্ত্ত হইল রাত্রি ৪ টা হইতে ৫ টা এবং গরমের সময় ৩ টা হইতে ৪ টা।
রাত্রির শেষ প্রহর ব্রাহ্মমুহুর্ত্ত, এই সময়কে অযর্মা বলে। এই সময় সকল দেব দেবী মর্ত্যে ঘুরিয়া বেড়ায়।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
December 03, 2023
Rating:
.jpeg)
No comments: