গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

ওঁ নমো ভগবতে শ্রীরামচন্দ্রায় নমো নমঃ

 ওঁ নমো ভগবতে শ্রীরামচন্দ্রায় নমো নমঃ

ওঁ তৎ সৎ ওঁ
শ্রীশ্রী রাম স্তোত্রম্
"প্রাণ এব পরোধর্ম্ম গুরুরেবাশ্রয় পরঃ'ঃ।
" তদৈব লভতে শান্তিং নিরপেক্ষ ভবেদ্ যদা।।



শ্রীশ্রী গুরু প্রণাম ঃ
ওঁ নমো শ্রীরামচন্দ্রায় মৃদু মধুর ভাষিণে।
সৌম্যশান্তাবতারায় তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।
বেদ-বাণী*সাধ্য ও সাধন তত্ত্ব, ১ম খণ্ড ৫ম পর্ব ঃ--
গুরু-গীতা




গুরু গীতাই জগতের অভাব নাশ করিয়া পরম শান্তি দিয়া থাকেন। গীতার তুল্য আর জগতে কিছুই নাই। ১/২৪১
গুরুর বাক্য পালন ঃ
প্রকৃতি গুণের বশবর্তী হইলে গতাগতি ঘুচে ু।অতএব সর্ব্ব রকম সাধন কর্ম্মে না লোভ রাখিয়া শুদ্ধ গুরুর বাক্য পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে, পরিশিষ্ট শান্তিই ভোগ হইবে। অন্য চিন্তা করিবে না, উপস্থিত বাসনার বেগ সহ্য করাই ধর্ম্ম। বাসনার অনুশীলন করিতে নাই, মাত্র গুরুর আদেশ পালনই করিবে। ১/১৫৪
চরম ধর্ম্ম
সর্ব্বদা "সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ '' গীতা নায়ক বিবৃত করিয়া রাখিয়াছেন। পিতা সেবায় সহ্য (সহিষ্ণু) শ্রদ্ধা(তৃপ্তি মিলন) অর্থাৎ ভাব হইয়া প্রেম উৎপন্ন হয়। পরে আনন্দ (পরমানন্দ) রূপ পুত্র অর্থাৎ পবিত্র হয়। কোন জঞ্জাল থাকে না, নিষ্কৃতি পায়।ইহাই চরম ধর্ম্ম। ১/৩৭৬।
জগৎ ঃ
চরাচর জগতের স্বভাবই যোগ বিয়োগ। এই যোগ বিয়োগ হইতে মুক্তির জন্য পতিরই চিন্তা সর্ব্বদা করাই উচিৎ।১/২৯০


জগতের স্থুল আবরণে কিছুরই নিত্যত্ব নাই। অনাবৃত বীরের মৃত্যু হয় না, জন্মও হয় না।১/২৮।
জীব ঃ
সংসার মমতাজালে বদ্ধ থাকায় জীবগণ কার্য্যকারণ স্মরণ করে। ১/৭০।
জীবগণ অনর্থক আশঙ্কার অধীনে যাইয়া চিন্তার তরঙ্গে কষ্ট পায়। সংসারে যতই অভাব ততই শান্তি পরিণামে উদয় হয়। যাহাতে সমস্ত ভার ভগবৎপদে ন্যস্ত করিতে পারা যায় তাহাই করিবেন। ১/৭১।
জীবত্ব ঃ
ভগবানের স্বভাব জীবত্ত নিত্যদাস অভিমান। কর্ত্তৃত্বাভিমান আবরণে সেই নির্ম্মল স্বভাব ভুলিয়া যায়, এই দরুণেই জীবের জন্ম মৃত্যুর অধীন ছাড়িতে পারে না। ১/১৬১।
জীবের প্রধান কর্ম্ম ঃ
কর্ত্তৃত্বাভিমান আনন্দের নিকট হইতে মুক্ত হইবার জন্য সর্বদা ভগবান পতি হৃদয়ে রাখিবার জন্য চেষ্টা করা, ইহাই জীবের প্রধান
কর্ম্ম। ১/৩৮৭। ....



হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
https://youtu.be/b2Oxy4q6BxQ?si=VwUHZW1uzR3eeE4T
জয় গুরুদেব। জয় রাম, জয় সত্য নারায়ণ।।
ওঁ নমো ভগবতে শ্রীরামচন্দ্রায় নমো নমঃ ওঁ নমো ভগবতে শ্রীরামচন্দ্রায় নমো নমঃ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on December 23, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.