'আমার এই নশ্বর দেহটারে টানাটানি না কইর্যা আমার ফটোর নিকটে বইস্যা স্থির চিত্তে নাম করলেই তো আমারে পাওয়া যায়।' - মৃদু হেসে ঠাকুর বললেন।
গুরু কৃপাহি কেবলম্
ধীরে ধীরে ঠাকুরের প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়লাম।একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলাম,— ' ঠাকুর! আপনি আসলে বা কাছে থাকলে এত ভাল লাগে কেন? মনে হয় সব সময়ই যদি আপনি আমার কাছে থাকেন তাহলে আরও ভাল হয়।'
'আমার এই নশ্বর দেহটারে টানাটানি না কইর্যা আমার ফটোর নিকটে বইস্যা স্থির চিত্তে নাম করলেই তো আমারে পাওয়া যায়।' - মৃদু হেসে ঠাকুর বললেন।
ঠাকুর শ্রীমুখে বলেছেন, বরিশালে দুইজন ভক্তিমতী মেয়ে ফটো থেকে কথা পায়। রামঠাকুরের জীবন যে অলৌকিক রহস্যে ভরা সে উপলব্ধি তখনও যে হয় নি।
রামঠাকুরের স্নেহ সৌভাগ্য লাভ হয়েছে কিন্তু তখনও পর্যন্ত শ্রীশ্রীঠাকুরের নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে 'নাম' প্রাপ্তি হয় নি।
কৃপাসিন্ধু রামঠাকুর
মনোরঞ্জন মুখোপাধ্যায়
'আমার এই নশ্বর দেহটারে টানাটানি না কইর্যা আমার ফটোর নিকটে বইস্যা স্থির চিত্তে নাম করলেই তো আমারে পাওয়া যায়।' - মৃদু হেসে ঠাকুর বললেন।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
April 07, 2024
Rating:
.png)
No comments: