গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

ভগবানের সেবাও এই রকম। ঐ নাম করতে করতে প্রথমে একটু অসুবিধার সম্মুখীন হয়,ঐ যে মন স্থির হয় না।বেশীক্ষণ নাম করতে ভালো লাগে না।

 ভগবানের সেবাও এই রকম। ঐ নাম করতে করতে প্রথমে একটু অসুবিধার সম্মুখীন হয়,ঐ যে মন স্থির হয় না।বেশীক্ষণ নাম করতে ভালো লাগে না।

ভগবানের সেবাও এই রকম। ঐ নাম করতে করতে প্রথমে একটু অসুবিধার সম্মুখীন হয়,ঐ যে মন স্থির হয় না।বেশীক্ষণ নাম করতে ভালো লাগে না।




এইটা যে হয় এও একটা অবস্থা। যেমন, ধরেন গাছে যে একটা ফল পাকে,সে ত একদিনে পাকে না।প্রথমে গাছে একটা ফুল আসে,তার থেইক্যা কড়া আসে—সেই কড়া অবস্থা পার হইয়া ফল যখন বড় হয় তখন কাঁচা অবস্থা। কাঁচা অবস্থা পার হইয়া গিয়া হয় আধ পাকা অবস্থা। এই অবস্থাটাও পার হইয়া ফলটা যখন পাকে তখন মিষ্টি লাগে।তখন ভালো লাগে বা আনন্দ লাগে।


সব ব্যাপারেই সেই পাকার জন্য অপেক্ষা করতে হয়।ঐ যে ভালো লাগে না, মন স্থির হয় না, এটাও একটা অবস্থা। এই সময়টা একটু ধৈর্য দরকার। নাম করবেন,নামকে ধইরা থাকতে হয়।ভালো লাগুক, মন্দ লাগুক,নামকে ছাড়বেন না।ভালো লাগা, মন্দ লাগা মনের ব্যাপার। মনের সেবা করতে যাইবেন না।মনের সঙ্গে যুদ্ধ করারও দরকার নাই,মনের সঙ্গে সায় দিয়া চলারও দরকার নাই। ঐ দিকটা লক্ষ্যই করবেন না।

স্মরণিকা
"নাম সম্বন্ধে"
পরম পূজনীয় চতুর্থ মোহন্ত মহারাজ
শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়
ভগবানের সেবাও এই রকম। ঐ নাম করতে করতে প্রথমে একটু অসুবিধার সম্মুখীন হয়,ঐ যে মন স্থির হয় না।বেশীক্ষণ নাম করতে ভালো লাগে না। ভগবানের সেবাও এই রকম। ঐ নাম করতে করতে প্রথমে একটু অসুবিধার সম্মুখীন হয়,ঐ যে মন স্থির হয় না।বেশীক্ষণ নাম করতে ভালো লাগে না। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on April 22, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.