গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

ব্রহ্মবিদ্ গুরু ভিন্ন ইশ্বরলাভ অসাধ্য বই কি?

 বাবা! গুরু ভিন্ন কি ইশ্বর লাভ হয়?


ঠাকুর ---- গুরু ভিন্ন এ জাগতে কিছুই লাভ হয় না। আপনি যাগ কাছে খাইতে, হাঁটতে, কথা বলতে, কাজ করতে শিখছেন সকলেই গুরু বই নন। ধর্মজগতেও একই কথা। আগুন সর্বত্রই আছে, পাথরের মধ্যেও আছে, শূন্যেও আছে, শুকনা কাঠের মধ্যেও আছে। থাকলে হইব কি? আগুন পাওয়া যাইব কি ভাবে? যেইখানে আগুন জ্বলছে সেইখানে গেলে অতি সহজে পাওয়া যাইব। সেইরূপ ব্রহ্ম বা ইশ্বর চিন্ময়রূপে সর্বলোকব্যাপী বিরাজ করলেও ব্রহ্মবিদ গুরুর আশ্রয় ভিন্ন ব্রহ্ম দেখাও যায় না, ধরা ও যায় না। যেহেতু এক মাত্র ব্রহ্মবিদ্ গুরুতেই ব্রহ্মের চিন্ময়
শক্তি বিশেষভাবে বিকশিত হইয়া আছে। সুতরাং ব্রহ্মবিদ্ গুরু ভিন্ন ইশ্বরলাভ অসাধ্য বই কি?
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব 🌺🌿
(রামভাই স্মরণে ১১৫-১১৬ পাতা)
ব্রহ্মবিদ্ গুরু ভিন্ন ইশ্বরলাভ অসাধ্য বই কি? ব্রহ্মবিদ্ গুরু ভিন্ন ইশ্বরলাভ অসাধ্য বই কি? Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on April 04, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.