গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

"ভক্তবাঞ্ছা কল্পতরু সত্যনারায়ণ

 "ভক্তবাঞ্ছা কল্পতরু সত্যনারায়ণ যাঁহার কৃপায় তরে এ তিন ভূবন"

  • একে তিন তিনে এক ঠাকুরের শ্রী পট পরিচিতিঃ
  • ১) শ্রী শ্রী কৈবল্যনাথ (শান্ত,সমাহিত,অদ্বৈত চেতনার দ্যোতক)
  • ২) শ্রী শ্রী সত্যনারায়ণ ( ভক্তের অভীষ্ট পূরণকারী ভগবান)
  • ৩) শ্রী শ্রী রাম ঠাকুর( আমাদের ইহকাল-পরকালের একজন সত্যিকারের দরদী বান্ধব)
  • গুরু কৃপাহি কেবলম্।
ছুটির পর ঠাকুর দর্শন করিতে যাইয়া দেখি ঠাকুর খাটে বসিয়া উপদেশ দিতেছেন এবং শ্যামদা (তিনি তখনও মোহন্ত পদে অধিষ্ঠিত হন নাই), প্রমথবাবু, মধু মুখার্জি, নবদ্বীপ বণিক, বড়দা, কুমিল্লার সুবিখ্যাত গায়ক উপেন্দ্র মজুমদার সহ অনেক গণ্যমান্য ভক্ত বসিয়া উপদেশ শুনিতেছেন। আমি ঘরের দরজায় যাইয়া দাঁড়াইলাম। ঠাকুর আমার দিকে চাহিয়া বলিলেন, আসেন আসেন। আমি ধীরে ধীরে অগ্রসর হইতেছি, এদিকে ঠাকুর তাঁহার বিছানার একটা স্থান ঝড়িয়া পরিষ্কার করিতে করিতে বলিতেছেন, আসেন, আপনে আইস্যা এইখানে বসেন। আমি প্রণাম করিয়া দাঁড়াইলে ঠাকুর বলিলেন, কলেজ ছুটির পর আমারে দেখতে আইছেন। ভালই হইল। এখন বাড়ি যাইয়া কিছু আহার করেন গিয়া। আমি পুনরায় প্রণাম করিয়া বাহির হইয়া পড়িলাম।
তার পরদিন ছুটির পর ঠাকুর দর্শন করিতে যাইয়া দেখি শ্যামদা, অধ্যাপক, বড়দা সহ অনেক গুরুজন নীচে বসিয়া ঠাকুরের কথা শুনিতেছেন। আমি প্রমাদ গণিলাম। ঠাকুর যদি গতকালের মত আচরণ করেন তবে কি করিব? মনঃস্থির করিলাম, ঠাকুর প্রণাম করিয়াই চলিয়া আসিব। ঘরে প্রবেশ করিতেই ঠাকুর বিছানার একটা অংশ দেখাইয়া বলিলেন, আসেন, আসেন, আপনে এইখানে বসেন।
রামভাই স্মরণে
চলমান অংশ ১১,,,,,।

 and 76.......................................................................................................................................................................  ........................................................................................................................................................................ .........................................................................................................................................................................
"ভক্তবাঞ্ছা কল্পতরু সত্যনারায়ণ "ভক্তবাঞ্ছা কল্পতরু সত্যনারায়ণ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on April 08, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.