গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

ইহাতে দেব-ভোগ হয় না। দেব ভোগ ১২ টার মধ্যেই দিতে হয়”

 ইহাতে দেব-ভোগ হয় না। দেব ভোগ ১২ টার মধ্যেই দিতে হয়”



শ্রীশ্রী রামঠাকুর।
একদিন শ্রীশ্রীঠাকুরের প্রিয় ভক্ত নরেন্দ্রকুমার ভূঞা ঠাকুরের জন্য নানাপ্রকার আহার্য্য প্রস্তুত করিয়া ভোগের জন্য থালা তাঁহার সম্মুখে রাখিলেন। তখন বেলা ১২টা উত্তীর্ণ হইয়াছে।
ঠাকুর বিরক্তি ও ক্রোধ প্রকাশ করিলেন এবং আর বলিলেন, “ইহাতে দেব-ভোগ হয় না। দেব ভোগ ১২ টার মধ্যেই দিতে হয়”।
ভক্তদের ক্রন্দনে ও অনুনয়ে শ্রীশ্রীঠাকুর এইবার ভোগ গ্রহণ করিলেন। পরদিন দেখা গেল মলের সঙ্গে ঐ ভোগের প্রসাদ, ঠিক তরী-তরকারীর মত অবিকল পড়িয়া আছে। নিঃসন্দে প্রমাণিত হইল আহাৰ্য্য গলাধঃকরণ করিলেও ভোগে লাগে নাই।
এ প্রকার অলৌকিক কত লীলা যে ঠাকুর করিয়াছেন তাহাতে তাহার ভগবত্ত্বা সীমা নির্দ্দেশ করাও কঠিন। মানুষের অসাধ্য সব ।
কত অজানারে তিনি দেখাতেন পথ।
কত আতুরে দিতেন কোল ॥ ভক্তের মহিমা বাড়াবার তরে।
কেহ নাই সমতুল ॥
জয় রাম।
শ্রী কৈবল্যধাম মাহাত্ম্য
শ্রী সুরেন্দ্র বিজয় চৌধুরী
ইহাতে দেব-ভোগ হয় না। দেব ভোগ ১২ টার মধ্যেই দিতে হয়”  ইহাতে দেব-ভোগ হয় না। দেব ভোগ ১২ টার মধ্যেই দিতে হয়” Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on March 16, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.