গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

 

তিনি চির-কুমার, সন্ন্যাসী অথচ তাঁহার কোন প্রকার সন্ন্যাসীর বেশ নাই। জটাজুটধারীও নন, লোটা কমন্ডলু, চিমটা প্রভৃতি কিছুই নাই, সাধারণ এক খানা সাদাধুতি পড়িয়া আঁচলখানা গায়ে দিয়া এই মাঘ মাসের প্রচণ্ড শীতে তিনি গ্রামের বাড়ী বাড়ী ঘুরিয়া বেড়ান। এত আত্মগোপন করিয়া চলেন যে কেহ বুঝিতে পারে না যে তিনি কত বড় মহাপুরুষ।
জয় রাম 🌺🌿
-দীনেশ চরণ বসু "নবজন্ম লাভ"
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on January 11, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.