গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

" মনে রাখবেন, আপনার কেহ কর্তা নন।কর্তা স্বয়ং গোবিন্দ।

 " মনে রাখবেন, আপনার কেহ কর্তা নন।কর্তা স্বয়ং গোবিন্দ।

কুবাক্য , ক্রোধ , দম্ভ , অহঙ্কার , দূরব্যবহার একেবারে বর্জন করতে হইবে।"
শ্রীশ্রী রামঠাকুর।
জয় রাম। জয় গোবিন্দ।
প্রতিদিন নামপ্রার্থী আসিয়া নাম লইয়া যায়। ৯ই ফাল্গুন বিভিন্ন জায়গা হইতে বহু ভক্ত আসিয়া শ্রীঠাকুরকে প্রণাম করিলেন।
সকলেই শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মের কাছে বসিলেন। আমিও খাতা কলম লইয়া বসিলাম।
শ্রীঠাকুর বলিলেন ,
কেন আপনেগরে ডাইকা পাঠাইছি শুনেন। ধরিত্রীর অনিবার্য ধ্বংসের কারণ জ্ঞাত হইয়া কুরুক্ষেত্রে মহাসমরের পূর্বে গোবিন্দ স্বয়ং উপস্থিত থাইকা পাণ্ডবগরে নিমিত্তমাত্র রাইখা যুধিষ্ঠিররে দিয়া রাজন্যবর্গের সহায়তায় রাজসুয় যজ্ঞ সম্পন্ন করাইয়া ধরার ভার লাঘব করছিলেন। নতুবা প্রলয় পয়োধি জলে সব ডুইবা যাইত।
সেইরকম দুর্যোগপূর্ণ মহাকাল সমাগত। এই সর্বনাশী মহাকালের হাত থাইকা রক্ষা করতে পারে , একমাত্র সর্বমঙ্গলময় রাজসুয় যজ্ঞ।
এইবারও গোবিন্দের উপস্থিতিতে মালাকারগরে নিমিত্তমাত্র রাইখা পিতাঠাকুররে দিয়া আপনেরা সর্বতোভাবে সহায়তা কইরা রাজসুয় যজ্ঞ সম্পন্ন করেন। সকলের সাহয্য , সহানুভূতি ভিন্ন এই বিরাট যজ্ঞ একজনের দ্বারা সম্ভব নয়।
এখন শুনেন , যজ্ঞারম্ভের আগের দিন থাইকা সমাপ্তি পর্যন্ত আপনেরা সকলকর্মী এইখানে দিবারাত্র অবস্থান কইরা যজ্ঞেরকার্য নিষ্পন্ন করবেন। যজ্ঞক্ষেত্র ত্যাগ কইরা কেহ কোথাও যাইতে পারবেন না। মনে প্রাণে তৃণাদপি ক্ষুদ্র হইয়া কর্ম সম্পাদন করতে হইব।
মনে রাখবেন ,আপনেরা কেহই কর্তা নন।

কর্তা সয়ং গোবিন্দ।
কুবাক্য , ক্রোধ ,দম্ভ , অহঙ্কার , দূরব্যবহার একেবারে বর্জন করতে হইব।
যে কোন প্রানী , ইতর জন্তু , জানোয়ার বা ব্যক্তি , যাই করুক না কেন , আপনেরা মৃতবৎ সহ্য করবেন । সকল প্রাণীর সঙ্গে মধুর ব্যবহার করবেন।
দেব , দানব , মানব , যক্ষ , রক্ষ , কিণ্ণর , অপ্সরাদি সকলে এই পবিত্র যজ্ঞভূমিতে অহনিশি বিচরণ করবেন। এবং , নানা ছলনায় আপনেগ ধর্য্যচ্যুতি ঘাটাইয়া যজ্ঞ পন্ড করতে চেষ্টা করব।
আপনেগ অসীম ধর্য্যশীল হইয়া অত্যাচার, অনাচার , অবিচার , যাই করুক , নীরবে হাসিমুখে সহ্য করতে হইব ।
মনে রাখবেন ,
এই সকল শুধু পরীক্ষা মাত্র।
পরীক্ষায় উত্তীর্ণ হইলে যজ্ঞ সফল।
এখন আপনেরা সুস্থিরভাবে গভীররূপে চিন্তাভাবনা কইরা আপনেগ সুচিন্তিত মনোভাব আমারে জানাইবেন।
জয়রাম।
শ্রী ফনীন্দ্র কুমার মালাকার লিখিত ,
" রামভাই স্মরণে "
পৃষ্টা সংখ্যা ৮২ হইতে ।

" মনে রাখবেন, আপনার কেহ কর্তা নন।কর্তা স্বয়ং গোবিন্দ। " মনে রাখবেন, আপনার কেহ কর্তা নন।কর্তা স্বয়ং গোবিন্দ। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on November 25, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.