ঠাকুর কী ভাবে আচরণ করে
আমাদের কী দেখিয়ে গেলেন ,
সে সব কথা জেনে তাঁর নির্দেশে
চলার চেষ্টা করাই আমাদের মুখ্য কর্তব্য ।
পরম দয়াল শ্রীশ্রী রামঠাকুর যে তার স্থূল দেহখানা আমাদের চর্মচোখের আড়াল করে রেখেছেন সেও প্রায় একযুগ
আগের কথা ।
ঠাকুর শ্রীদেহে থাক্তে ,
ঠাকুরের জীবনের নানা রহস্য জানবার তেমন কোন তাগিদ আমাদের ছিল না ।
তাছাড়া , ঠাকুর এবিষয়ে কাউকে কোন সুযোগ কিম্বা কোন প্রকার উৎসাহও দেননি ।
কিন্তু ঠাকুরের নশ্বর জড় দেহখানির অন্তর্ধানের সাথে সাথেই ঠাকুর সম্পর্কে নানা গোপন তথ্য আবিষ্কার করার ঔৎসুক্য
যেন ক্রমেই আমাদের বেড়ে চলেছে ।
ফলে , ঠাকুরের কথা নিয়ে বেশ কয়েকখানি গ্রন্থ ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে ।
কিন্তু , বেশীর ভাগ গ্রন্থেই ঠাকুরের অনন্ত জীবনের যে সব অংশ সাধারণের দৃষ্টির আড়ালে ছিল ,
এবং যেসব ঘটনা বা কাহিনী ঠাকুর স্বেচ্ছায় গোপন
রাখতে প্রয়াস পেতেন ,
সেই সব অলৌকিক ঘটনা বা কাহিনী সাড়ম্বরে প্রচার করার প্রতিই যেন একটা অত্যধিক ঝোঁক পরিলক্ষিত হচ্ছে ।
বাস্তবিক ঠাকুরের যোগৈশ্বর্যের খবর সংগ্রহ করে আমরা কতটুকু লাভবান হব ?—
এ প্রশ্নটির সমাধান আজও আমি করে উঠতে পারি নি ।
যেসব ভ্রাতা ও ভগ্নীগণ শ্রীশ্রী ঠাকুরের সাহচর্যলাভে ধন্য হয়েছেন তাঁদের বক্তব্যও ,
সকল সময় সম্পূর্ণ নির্ভেজাল অবস্থায় পাওয়া যায় কিনা , সেটাও একটা প্রশ্ন ।
কাজেই ঠাকুরের সহজ সরল জীবনকে আদর্শরূপে গ্রহণ করে , তার শ্রীহস্ত লিখিত বাণী পাঠ করে জীবনে চলার পথে যে
পাথেয় আমরা সংগ্রহ করতে পারি ,—
দৃষ্টি সেদিকে নিবদ্ধ করতে পারলেই আমাদের অধিক শ্ৰেয়োলাভ হবে ।
ঠাকুর কে ছিলেন ? কী ছিলেন ?
সে সব সংবাদ জানাই বড় কথা নয় ।
ঠাকুর কী ভাবে আচরণ করে আমাদের কী দেখিয়ে গেলেন , এবং আমাদের কী বলে গেলেন সে সব কথা জেনে তার
নির্দেশে চলার চেষ্টা করাই আমাদের মুখ্য কর্তব্য ।
জয় রাম জয় গোবিন্দ ।
শ্রী শিতিকন্ঠ সেনগুপ্ত ।
নাম-বিগ্রহ শ্রীশ্রী রামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ১ হইতে ।
,
ঠাকুর কী ভাবে আচরণ করে
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
March 17, 2025
Rating:
No comments: