গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

ঠাকুর কী ভাবে আচরণ করে

 ঠাকুর কী ভাবে আচরণ করে

আমাদের কী দেখিয়ে গেলেন ,
সে সব কথা জেনে তাঁর নির্দেশে
চলার চেষ্টা করাই আমাদের মুখ্য কর্তব্য ।
জয় গুরু জয় রাম ।
সকলকে সুপ্রভাত শুভেচ্ছা ।
পরম দয়াল শ্রীশ্রী রামঠাকুর যে তার স্থূল দেহখানা আমাদের চর্মচোখের আড়াল করে রেখেছেন সেও প্রায় একযুগ
আগের কথা ।
ঠাকুর শ্রীদেহে থাক্‌তে ,
ঠাকুরের জীবনের নানা রহস্য জানবার তেমন কোন তাগিদ আমাদের ছিল না ।
তাছাড়া , ঠাকুর এবিষয়ে কাউকে কোন সুযোগ কিম্বা কোন প্রকার উৎসাহও দেননি ।
কিন্তু ঠাকুরের নশ্বর জড় দেহখানির অন্তর্ধানের সাথে সাথেই ঠাকুর সম্পর্কে নানা গোপন তথ্য আবিষ্কার করার ঔৎসুক্য
যেন ক্রমেই আমাদের বেড়ে চলেছে ।
ফলে , ঠাকুরের কথা নিয়ে বেশ কয়েকখানি গ্রন্থ ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে ।
কিন্তু , বেশীর ভাগ গ্রন্থেই ঠাকুরের অনন্ত জীবনের যে সব অংশ সাধারণের দৃষ্টির আড়ালে ছিল ,
এবং যেসব ঘটনা বা কাহিনী ঠাকুর স্বেচ্ছায় গোপন
রাখতে প্রয়াস পেতেন ,
সেই সব অলৌকিক ঘটনা বা কাহিনী সাড়ম্বরে প্রচার করার প্রতিই যেন একটা অত্যধিক ঝোঁক পরিলক্ষিত হচ্ছে ।
বাস্তবিক ঠাকুরের যোগৈশ্বর্যের খবর সংগ্রহ করে আমরা কতটুকু লাভবান হব ?—
এ প্রশ্নটির সমাধান আজও আমি করে উঠতে পারি নি ।
যেসব ভ্রাতা ও ভগ্নীগণ শ্রীশ্রী ঠাকুরের সাহচর্যলাভে ধন্য হয়েছেন তাঁদের বক্তব্যও ,
সকল সময় সম্পূর্ণ নির্ভেজাল অবস্থায় পাওয়া যায় কিনা , সেটাও একটা প্রশ্ন ।
কাজেই ঠাকুরের সহজ সরল জীবনকে আদর্শরূপে গ্রহণ করে , তার শ্রীহস্ত লিখিত বাণী পাঠ করে জীবনে চলার পথে যে
পাথেয় আমরা সংগ্রহ করতে পারি ,—
দৃষ্টি সেদিকে নিবদ্ধ করতে পারলেই আমাদের অধিক শ্ৰেয়োলাভ হবে ।
ঠাকুর কে ছিলেন ? কী ছিলেন ?
সে সব সংবাদ জানাই বড় কথা নয় ।
ঠাকুর কী ভাবে আচরণ করে আমাদের কী দেখিয়ে গেলেন , এবং আমাদের কী বলে গেলেন সে সব কথা জেনে তার
নির্দেশে চলার চেষ্টা করাই আমাদের মুখ্য কর্তব্য ।
জয় রাম জয় গোবিন্দ ।
শ্রী শিতিকন্ঠ সেনগুপ্ত ।
নাম-বিগ্রহ শ্রীশ্রী রামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ১ হইতে ।
,
ঠাকুর কী ভাবে আচরণ করে ঠাকুর কী ভাবে আচরণ করে Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on March 17, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.