সংসারে মান অভিমান ছাড়িয়া সকলের সহিত বন্ধুত্ব, অ্যাপায়তা, সরলভাব রক্ষা করাই পরম হিতকারী।সহিষুতা শক্তির দ্বারা সকলেরই সকল দোষ মার্জনা করিয়া নিরপেক্ষ, নির্জন, চিন্তা ভাবনা রহিত হইয়া থাকিতে থাকিতে জগতের ঋণ মুক্ত হইয়া পরম শান্তিতে চিরকাল থাকিতে পারা যায়। কাহারো দোষ যদি কোনরুপে বুদ্ধির গোচর হয় তবে সেই দোষকে নিজের ভাগ্যলবধ বলিয়া জ্ঞান করিয়া লইতে হয়। যেমন আপন দন্তের দ্বারা আপন জিভ কাটিলে কষ্ট হয়, অথচ কাহারো দোষ দেওয়া যায় না, সেইরূপ এই সকল উপস্থিত মিত্র অমিএ দোষাদি বহন করিয়া লইয়া পরম শান্তি পাইয়া থাকে।
জয়রাম জয়গোবিন্দ
গুরু কৃপাহি কেবলম
বেদবানী ১\২১৩
No comments: