মনের গতিচিরচঞ্চল। যত চঞ্চল হউক, আর যেইখানে যাউক না কেন ফিরা আবার নিজের জায়গায় আসবো।..জয় রাম জয় গোবিন্দ গুরুই কৃপাহি্ কেবলম্
প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল
দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।
নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায়। নাম হয় না।
কি নাম দিলেন?ঠাকুর বলিলেন – তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইছি,
নাম দেই নাই। মাতৃজঠরেও নাম শুনাইছিলাম। প্রকৃতির
রাজ্যে আইস্যা ভুইলা গেছ। পুনরায় নাম স্মরণ করাইয়া
দিছি। নাম করে শিবরুপী প্রাণে।
নাম আবরনহীন।
তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না, অবিরাম নাম
হয়। নাম শুনতে মন লাগে না। মন যেইখানে ইচ্ছা ঘুইরা
বেড়াক। তুমি নাম শুনার জন্য চেষ্টা করবা। মনের দিকে
লক্ষ্য রাখবা না। লক্ষ্য রাখবা নামের দিকে।
মনের গতিচিরচঞ্চল। যত চঞ্চল হউক, আর যেইখানে যাউক না কেন
ফিরা আবার নিজের জায়গায় আসবো। ফিরা আইসা তুমি
যেই নাম শুনছ, মনও সেই নাম শুনতে পাইব। তুমি সৰ্ব্বদা
নাম শুনবার জন্য অভ্যাস কর। .
মনের গতিচিরচঞ্চল। যত চঞ্চল হউক, আর যেইখানে যাউক না কেন ফিরা আবার নিজের জায়গায় আসবো।..জয় রাম জয় গোবিন্দ গুরুই কৃপাহি্ কেবলম্
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
May 23, 2023
Rating:

No comments: