সংসার মায়াময়। বিকৃতি স্বভাবের তরঙ্গ সুখ দুঃখ অনুভূতির প্রশ্রয়; এই সকলই অভাব, ভ্রম বুদ্ধি মাত্র। অতএব পতি সেবাতে সৰ্ব্বদা বিবৃত থাকিতে চেষ্টা রাখিবেন। ফলাফলের দিকে লক্ষ্য রাখিবেন না। পতিসেবার জন্য স্বর্গ নরক কিম্বা গভীর কালচক্রের ভ্রমনই হউক, তাহাই মঙ্গল সূত জানিবেন।
বেদবাণী প্রথম খণ্ড - ৩১নং পত্রাংশ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব
বেদবাণী প্রথম খণ্ড - ৩১নং পত্রাংশ
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
May 30, 2023
Rating:

No comments: