ভগবানের ভক্ত কখনও পতন হয় না । স্বভাবেই উদ্ধার সাধন করিয়া থাকে ।
"ভগবানের ভক্ত কখনও পতন হয় না । স্বভাবেই উদ্ধার সাধন করিয়া থাকে । যথাশক্তি নিত্যকর্ম অনুষ্ঠান করিয়া যাইতে যাইতে পরমদেবী প্রণয়সূত্রে ভগবানে বন্ধ হইয়া যায় , সংশয় নাই ।"
সংসার মায়াময় ভ্রান্তিমূলক, ক্ষণস্থায়ী সুখ দুঃখ এই সকলই গুণাবতারের প্রবঞ্চনা মাত্র। ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে পড়িয়া জীব নিত্য সুখময় নিত্যানন্দ চৈতন্যহারা হইয়া সংসার গারদে ঘুরিয়া বেড়ায়। বঞ্চনার প্রলোভনে পড়িয়া সৎ অসৎ বিচারে অক্ষম হইয়া যাহা তাহা করিয়া মুগ্ধ হয়। ইন্দ্রিয়াদি ব্যাপারে চিরকাল ঘুরিয়া বেড়ায়। এই ভাষাকেই পণ্ডিতগণ নরক সম্ভার বলিয়া থাকেন। এই নরক মুক্তির জন্য গুরু আশ্রিত হইয়া তদাশ্রমে চিরপোষিত হয়। এই গুরুকৃপায় সর্ব্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয়।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
May 25, 2023
Rating:








.jpg)
No comments: