কাউকে কিছু দেখাইতে যাবেন না, কাহারো কিছু দেখিয়া মনকে অস্থির করিবেন না,
জয় রাম জয় গোবিন্দ

রামের কথা--
কাউকে কিছু দেখাইতে যাবেন না, কাহারো কিছু দেখিয়া মনকে অস্থির করিবেন না, যার যার ভাগ্যে যাহা কুলন করে তাহাই তাঁহারা ভোগ করে, ইহাই ক্ষণিকের ইন্দ্রিয় মাত্রাষ্পর্শীয় সুখ কিছুক্ষণ পরেই মিলাইয়া যায়।
সত্যনারায়নের সেবকের ভাগ্যও নাই ভোগও নাই, অভাব ও নাই, তেমন কিছু প্রয়োজন ও হয়না।
ভোগ্য সামগ্রীতে জড়াইবেন না, কে কি বললো তাহাতে মন দিবেন না, আপনাকে দেখে কে কি ভাবলো তাহাও ভাববেন না, যত পারেন নামের মধ্যে মনকে ডুবিয়া রাখিবার চেষ্টা করিবেন কারণ এই মন চির চঞ্চল, ইহাকে কিছুতেই তুষ্ট করা যায় না, স্থির করা যায় না।
নামেই আপনাকে উদ্ধার করিবেন, ইহা ছাড়া আর যতরকম উপায় অবলম্বন তাহা সবই দক্ষযজ্ঞ।
যথা সম্ভব উপস্থিত কর্ম সকল নির্বাহ করিবার চেষ্টা করিবেন।
অজ্ঞানীগন যাহাতে জাগ্রত থাকেন, জ্ঞানীগন তাহাতে নিদ্রিত থাকেন।
এই দেহ রূপ লাবন্য নিত্য ক্ষয়শীল।
জয় রাম জয় রাম
কাউকে কিছু দেখাইতে যাবেন না, কাহারো কিছু দেখিয়া মনকে অস্থির করিবেন না,
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
May 24, 2023
Rating:

No comments: