রামভাই স্মরণে — মধুদার রসিকতা ও ঠাকুরের সান্নিধ্য
ফনীন্দ্র কুমার মালাকার
“আমি মোটা মানুষ, মোটা বুঝি।” মধুদার এই কথায় ঠাকুরসহ সকলে হাসিতে ফেটে পড়িলেন।
মধুদা আবার বলিতে লাগিলেন— “দেখেন না কি বিপদ! একটা বিষফোড়া উঠলেই মানুষ বাঁচে না; আর এখানে চাইরটা! এইটার আবার ফটিকক্ষিরা নাকি মধুক্ষিরা গাছের কষ ছাড়া ঔষধ নেই। শেষ পর্যন্ত ফণীটা কোন নদীর চরে যাইয়া সেই গাছ খুঁজে রস এনে দিলে তবে ভাল হইল। এইটা কোন বাবুর দয়ায় হইল? শেষ অবধি ঠিক হইল ডাক্তারবাবুদের দয়ায়। একজনের দয়ায় ভাল হইলেই ভাল।”
সকলেই আবার প্রবল হাসিতে ফেটে পড়িল। ঠাকুর স্নিগ্ধ হাসি দিয়ে বলিলেন— “মধুবাবু রসিক মানুষ।”
মধুদা বলিলেন— “না বাবা, আর এক ফোঁটা রসও নেই। এবারের চোটে সব বের হয়ে গেছে। তবু ভাল!” — আরও এক দফা হাসাহাসি চলিল।
ডাক্তারদা বলিলেন— “সোয়া পাঁচটা বেজে গেছে। এখন বন্ধ করছি।” এবং ঔষধ প্রয়োগ বন্ধ করিলেন। ঠাকুর তখন ডাক্তারদার ভয়ে ধীরে ধীরে কথা বলিতে লাগিলেন।
রাতে ৯টা বাজিলে ভোগ দিয়া সবাইকে প্রসাদ দিলাম।
ঠাকুর আমাদের বাড়িতে আসিলে বিভিন্ন স্থান হইতে পত্রাদি আসিত। আজও দ্বিপ্রহরের পরে দুইখানা পত্র এলো— একটি লেফাফায়, অপরটি পোস্ট কার্ডে। পোস্ট কার্ডটি পড়িয়া হুবহু আমার নোটবইতে লিখিয়া রাখিলাম।
✦ রামভাই স্মরণে ✦
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
November 16, 2025
Rating:






.jpg)
No comments: