গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

বাঘের চামড়া — শ্রীমতী কিরণবালা মজুমদার

 

বাঘের চামড়া — শ্রীমতী কিরণবালা মজুমদার

বাঘের চামড়া — ঠাকুরের ইচ্ছা পূরণ

একটি সরল ও প্রাঞ্জল স্মৃতি — শ্রীমতী কিরণবালা মজুমদার রচিত

প্রকাশের জন্য প্রস্তুত করা: ব্লগ পোস্ট • ধর্ম-বীক্ষণ ও জীবনীমূলক স্মৃতি

গল্প

বাড়িতে একবার একটা নোতুন বাঘের চামড়া এলো। ঠাকুর বাড়িতে আছেন। মনে মনে ইচ্ছে এটা ঠাকুরকে পেতে দেওয়া হোক। অথচ কখনও ঠাকুরকে কোনও চামড়ার উপর বসতে দেখি নি। তাই মনের ইচ্ছে মনেই রইলো।

চামড়াটা ঠাকুরের ঘরেই একটা ইজিচেয়ারে পাতা রইল। সত্যিকারের ইচ্ছে হলে তা ঠাকুর পূরণ করেনই। বাঘের চামড়ার ব্যাপারেও তাই হলো। ঠাকুরের হাতে পায়ে তখন একটু একটু বাতের ব্যথা। তিনি বারবারই চামড়াটার দিকে তাকালেন, তারপর বললেন, "বেদনা ত' কিছুতেই কমতে আছে না। দেখি এখন সিংহ বাহিনীতে কি করেন।"

ছেলেমানুষ মনমতো খেলনা পেলে যেমন করে, তিনি সেই রকম ভাবেই ইজিচেয়ারে পাতা বাঘের চামড়াটির ওপর বসে চামড়াটা উল্টে পাল্টে দেখতে লাগলেন। এর উপর যেন তাঁর মন পড়ে ছিল। সেদিন সারাটি দিনই সেই বাঘের চামড়াটার ওপরে বসে কাটালেন।

পরদিন ঠাকুর বললেন, "বেদনা অনেক কমছে, সিংহ বাহিনী আমারে দয়া করছেন। সিংহ বাহনে বসলে দেহের কোন কষ্ট থাকে না।"

আমাদের ইচ্ছে তিনি পুরোপুরিই তিনিই পূর্ণ করলেন। যেভাবে রসিয়ে রসিয়ে ঠাকুর বাঘের চামড়ার উপকারিতা শোনালেন, তাতে সকলেই খুব আনন্দ পেল। আমাদের সত্যিকারের ইচ্ছে ঠাকুর সর্ব্বদাই পূর্ণ করেছেন।

শেষ কথা

জয় রাম জয় গোবিন্দ
ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র
—শ্রীমতী কিরণবালা মজুমদার

লেখক: শ্রীমতী কিরণবালা মজুমদার • অনুবাদ/প্রস্তুত: Subrata Majumder

এই লেখাটি আপনি ব্লগপোস্ট হিসেবে কপি করে ব্যবহার করতে পারেন। অনুগ্রহ করে লেখকের প্রতি সম্মান জানাতে নাম ও উৎস বজায় রাখুন।

বাঘের চামড়া — শ্রীমতী কিরণবালা মজুমদার বাঘের চামড়া — শ্রীমতী কিরণবালা মজুমদার Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on November 21, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.