তুলসীর মালা গলায় থাকা — তুলসি, তিলক ও ভক্তির এক স্মরণ
"তুলসীর মালা গলায় থাকা ভালো । তাতে শরীর মন শীতল থাকে । তিলক সেবা বহিরাগত পাপ হইতে দেহকে রক্ষা করে । সংখ্যা জপনের প্রয়োজন দেখিনা ।"
— শ্রীশ্রী রামঠাকুর
জয়গুরু জয় রাম। শুভ সকাল।
বৃন্দাবনের স্মৃতি ও বৈষ্ণব বাবাজীর বক্তব্য
বৃন্দাবনের সেই সব দিনগুলি নিরুপদ্রপেই কাটতেছিল। সকালবেলায় স্নান করিয়া যমুনার তীরে কোন বৃক্ষ নিচে বসিয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দিতেন। থাকা খাওয়ার চিন্তা হইতে ছিলেন মুক্ত।
একদিন একজন মালা তিলকধারী বৈষ্ণব বাবাজী যমুনা নদীতে স্নান সারিয়া ফিরিতেছিলেন। শ্যামদাকে (শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়) বৃক্ষ তলায় বসিয়া থাকিতে দেখিয়া তাঁহার কাছে আসিয়া বাবাজী শান্তভাবে কথাগুলো বলিলেন —
"তোমায় রোজ এই গাছের নিচে বসিয়া দেখিতে পাই। মনে হয় তুমি বৃন্দাবনেই বাস কর। বৃন্দাবনেই যখন বাস করো বাবা, গলায় তুলসীর মালা নাই কেন? হাতে জপমালা নাই কেন? হাতে জপমালা আর তিলক কাটাও নাই। শ্রী বৃন্দাবনধামে বাস করিলে এই তিনটি বস্তু থাকা চাই বাবা — সংখ্যা জপ, তুলসীর মালা ধারণ, আর তিলক সেবন অবশ্যই করণীয়।"
শ্যামদার মনের গভীরে আলোড়ন সৃষ্টি করিল। তিনি অনুভব করিলেন যে তিনি বৃন্দাবনে আছেন কিন্তু ধামের নিয়ম মেনে চলিতেছেন না। তিনি অনুমতি চাহিয়া একটি চিঠি লিখিলেন শ্রীশ্রী ঠাকুর মহাশয়কে। চিঠির প্রত্যুত্তর স্বরূপ শ্রীশ্রী ঠাকুর লিখিলেন —
"তুলসীর মালা গলায় থাকা ভালো। এতে শরীর মন শীতল থাকে। তিলক সেবা বহিরাগত পাপ হইতে দেহকে রক্ষা করে। সংখ্যা জপনের প্রয়োজন দেখি না।"
শ্রীল শ্রীশ্রী নরোত্তম ঠাকুরের কিছু পংক্তি
বৃন্দাবন রম্য স্হান দিব্য চিন্তা মনি ধাম
মনোহর মন্দির উজ্জ্বল ।
আবৃত কালিন্দী নীরে ...
চূড়ান্ত ভাবনা
এই ছোট্ট কাহিনী ও ঠাকুরের বাণী আমাদের স্মরণ করায় — ভগবানের স্মরণ ও ভক্তির সাধারণ চিহ্নগুলো (তুলসীর মালা, তিলক, নাম) কেবল রীতিমত অনুশাসন নয়, বরং দৈহিক ও মানসিক পবিত্রতার পরিচয়। জপসংখ্যার অধিকাংশ ক্ষেত্রেই মনুষ্যাঁর অভ্যন্তরীণ অনুভব ও ধ্যানই মূল।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
November 09, 2025
Rating:







.jpg)
No comments: