ঠাকুরমহাশয়ের করুণা-লীলা: পা টিপে দেওয়া সেই দিব্য মুহূর্ত
‘রামভাই স্মরণে’ — ফনীন্দ্র কুমার মালাকার (ঠাকুরের সহিত লেখকের কথোপকথন)
২টার সময় ঠাকুরের নিকট গিয়ে দেখা—ঠাকুর নিজে পা টিপছেন। চৌকিতে বসতেই তিনি স্নেহভরে চরণদ্বয় আমার দিকে প্রসারিত করে দিলেন। আমি কোলের উপর রেখে টিপতে লাগলাম।
ঠাকুর বললেন—
“আমার জন্য দুঃখ কইরো না। আমি অতি বৃদ্ধ হইছি। এখন এই পা দুইটা নিয়াই হাঁটতে পারি না। অথচ এমন দিন গেছে—তুষারাচ্ছন্ন হিমালয়ের পাদদেশ থেকে আরোহন শুরু কইরা অভ্রভেদী শিখর অতিক্রম কইরা ওপারেও নামছি… কোথাও বিন্দুমাত্র বিশ্রাম লাগে নাই। আজ সেই পাষাণদেহ মোটরগাড়ির ঝাঁকুনিতেও টেকে না।”
তারপর শান্ত কণ্ঠে বললেন—
“আমার জন্য ভাববা না। ধৈর্য ধারণ কইরা থাকবা। আর টিপতে হইব না—ব্যথা চইলা গেছে।”
আমি প্রণাম করতে গেলে, ঠাকুর চরণে হাত রেখে উচ্চারণ করলেন—“জয় গোবিন্দ, জয় গোবিন্দ।”
এইভাবেই ভক্ত হৃদয়ে অমৃত হয়ে থাকে ঠাকুরের লীলা, তাঁর ভালোবাসা, তাঁর অকথ্য কৃপা।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
November 16, 2025
Rating:





.jpg)
No comments: