গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

শ্রীশ্রী রামঠাকুরের উপদেশাবলি

 

শ্রীশ্রী রামঠাকুরের উপদেশ

  1. গৃহী হয়েই সাধনা করো – সংসার ত্যাগ নয়, সংসারের মধ্যেই ঈশ্বরসাধনা করাই শ্রেষ্ঠ।

  2. মা–বাবাকে ঈশ্বর জ্ঞান করো – পিতামাতার সেবাই পরম তীর্থ।

  3. সত্য বলো, সরল হও – সত্য ও সরলতাই মানুষের আসল অলংকার।

  4. সংযমী জীবন যাপন করো – আহার, আচরণ ও চিন্তায় সংযম রাখো।

  5. নিয়মিত নামস্মরণ করো – প্রতিদিন ঈশ্বরের নাম জপ করো, তাতেই মন শুদ্ধ হয়।

  6. কর্মই সাধনা – কর্তব্যকর্ম নিষ্ঠার সঙ্গে করলে সেটাই ভক্তি।

  7. সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও – সব পথেই একই সত্যের সন্ধান।

  8. পরের উপকার করো – নিঃস্বার্থ সেবাই ঈশ্বরপ্রাপ্তির সহজ পথ।

  9. দেহকে পবিত্র রাখো – দেহ মন্দির, একে অপবিত্র কোরো না।

  10. ভরসা রাখো – ঈশ্বরের উপর অটল বিশ্বাস রাখলে জীবনের পথ সহজ হয়।

লছি 🙏
শ্রীশ্রী রামঠাকুরের উপদেশাবলি (সংক্ষেপে):

  • সংসারে থেকেও সাধনা করো

  • মা–বাবাকে ঈশ্বর জ্ঞান করো

  • সত্য বলো, সরল হও

  • সংযমী জীবন যাপন করো

  • নিয়মিত নামস্মরণ করো

  • কর্মই সাধনা জেনে কর্তব্য করো

  • দেহকে পবিত্র রাখো

  • সব ধর্মকে শ্রদ্ধা করো

  • মানুষের সেবা করো

  • ঈশ্বরে অটল বিশ্বাস রাখো   

    শ্রীশ্রী রামঠাকুরের উপদেশাবলি

    1. সংসারে থেকেও সাধনা করো
      সংসার ত্যাগ নয়—সংসারের মধ্যেই ঈশ্বরলাভ সম্ভব।

    2. মা–বাবাই প্রথম গুরু
      পিতামাতার সেবা ও ভক্তিই পরম ধর্ম।

    3. সত্য ও সরলতায় স্থিত হও
      সত্য বলো, সহজ জীবন যাপন করো।

    4. ব্রহ্মচর্য ও সংযম পালন করো
      ইন্দ্রিয় সংযমই আধ্যাত্মিক শক্তির মূল।

    5. নিয়মিত নামস্মরণ করো
      প্রতিদিন ঈশ্বরের নাম জপ করো—মন পবিত্র হবে।

    6. কর্মই সাধনা
      নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করাই ঈশ্বরসেবা।

    7. দেহকে পবিত্র রাখো
      দেহ মন্দির—মদ, নেশা ও অসৎ অভ্যাস পরিত্যাগ করো।

    8. সব ধর্মকে শ্রদ্ধা করো
      সব ধর্ম একই সত্যের দিকে নিয়ে যায়।

    9. সেবা করো, দয়া রাখো
      মানুষের সেবাই ঈশ্বরসেবার শ্রেষ্ঠ রূপ।

    10. বিশ্বাস ও ধৈর্য রাখো
      ঈশ্বরের উপর অটল বিশ্বাসেই জীবনের শান্তি।


শ্রীশ্রী রামঠাকুরের উপদেশাবলি শ্রীশ্রী রামঠাকুরের উপদেশাবলি Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on December 25, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.