গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

অন্ধ হই তাহাতে আমার কোন দুঃখ নাই | শ্রীশ্রী রামঠাকুর |

অন্ধ হই তাহাতে আমার কোন দুঃখ নাই | শ্রীশ্রী রামঠাকুর | বাণীর আলোকে পথ চলা

🌸 অন্ধ হই তাহাতে আমার কোন দুঃখ নাই 🌸

গুরু কৃপাহি কেবলম | জয় গুরু | জয় রাম

অন্ধ হই তাহাতে আমার কোন দুঃখ নাই। — অবিনাশ চন্দ্র দত্ত

নোয়াখালীতে একটি গভীর আধ্যাত্মিক কাহিনি প্রচলিত আছে। পুরান বাজারে অবস্থিত ভদ্রকালী মন্দিরে শ্রীশ্রী রামঠাকুর প্রতি অমাবস্যার গভীর রাত্রিতে কালীপূজা করিতেন।

পরবর্তীকালে মেঘনা নদী নোয়াখালী শহর সম্পূর্ণ গ্রাস করিলে ভদ্রকালী মন্দিরও বিলুপ্ত হয়। কালীমূর্তিটি প্রথমে একটি টিনের ঘরে এবং পরে দাঙ্গার পর পুরোহিত শ্রী শিবপ্রসন্ন চক্রবর্ত্তী মহাশয়ের মাধ্যমে কলিকাতায় আগমন করে।

বর্তমানে ঐ ভদ্রকালী মূর্তিটি যাদবপুর বিজয়গড় কলোনীর ৬/৬৬/১ কালীবাড়িতে অতি দীন ও নিরাড়ম্বরভাবে প্রতিষ্ঠিত। আজও সেখানে প্রতিদিন মায়ের পূজা হয়।

প্রতি অমাবস্যায় পূজার পর গভীর রাত্রিতে শ্রীশ্রী রামঠাকুর ঐ কালীমন্দিরে প্রবেশ করিতেন এবং শেষ রাত্রিতে বাহির হইতেন।

কালীমন্দিরের ফটকের সম্মুখে অবিনাশ চন্দ্র দত্ত নামে এক হলুইকরের মিষ্টির দোকান ছিল। তিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত। প্রায় সারারাত্রি দোকানে মিষ্টান্ন প্রস্তুত করিতে করিতে ঠাকুরের যাতায়াত লক্ষ্য করিয়া একদিন কৌতূহলবশত মন্দিরের দরজার ফাঁক দিয়া দেখেন—

শ্রীঠাকুর পূজায় বসিয়াছেন, চারিদিকে নৈবেদ্য সাজানো, তিনি একেবারে নিশ্চল।

পরে ঠাকুর বাহির হইলে অবিনাশবাবু তাঁর চরণ ধরিয়া বলিলেন—
“ঠাকুর, আমি সবই দেখিয়াছি।”

ঠাকুর বলিলেন—
“আপনি অন্যায় করিয়াছেন। আপনি অন্ধ হইবেন।”

অবিনাশ চন্দ্র দত্ত বিনয়ের সঙ্গে উত্তর করিলেন—

“অন্ধ হই তাহাতে আমার কোন দুঃখ নাই। আমি যেন সর্বদা আপনাকে দেখিতে পাই, আর মৃত্যুকালে আপনি যেন উপস্থিত থাকেন— এই আমার একমাত্র প্রার্থনা।”

এই বাক্য ভক্তির চরম শিখর। এখানে দৃষ্টিশক্তি নয়, গুরু-দর্শনই জীবনের পরম প্রাপ্তি।

🌸 জয় রাম 🌸
উৎস: রোহিণী কুমার মজুমদার গ্রন্থ: শ্রীগুরু শ্রীশ্রীরাম ঠাকুর পৃষ্ঠা: ১৩৯

✍️ ব্যাখ্যা ও উপস্থাপনা: Subrata Majumder
📘 বাণীর আলোকে পথ চলা (Banir Aloke Poth Chala)
অন্ধ হই তাহাতে আমার কোন দুঃখ নাই | শ্রীশ্রী রামঠাকুর | অন্ধ হই তাহাতে আমার কোন দুঃখ নাই | শ্রীশ্রী রামঠাকুর | Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on December 25, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.