(কবিতা)
নামই যে পথ, নামই যে ঘর,
নামেই মেলে অনন্ত ভোর।
যেই নাম, সেই ভগবান—
এই সত্যে জাগে প্রাণের গান।
শ্বাসে-প্রশ্বাসে যে নাম বয়ে,
সে নামেই মন স্থির হয়।
চঞ্চল মন, অশান্ত ঢেউ—
নামেই পায় শান্তির সেঁও।
কর্তৃত্বের ভ্রমে বাঁধা পড়ে,
উপাধির জালে প্রাণ ঘোরে;
নামের আশ্রয় নিলে তবে
ভাঙে বন্ধন, জ্বলে দীপশিখা হৃদয়ে।
সুখ না এলে, দুঃখ থাকিলে,
নাম ছাড়ো না এক পলকে;
অভাবশূন্য জ্ঞানের আলো
নামেই জ্বলে নিশিদিনে।
যেখানে নাম, সেখানেই ব্রজ,
সেখানেই বৃন্দাবনের রজ;
বিধি-বিধানের ঊর্ধ্বে উঠে
নামই করে মুক্তির সেতু।
হে করুণাময় শ্রীশ্রী রামঠাকুর,
তোমার বাণী হৃদয়ে রাখি—
প্রাণে প্রাণে নামের ধারা
বইয়ে দাও নীরব সাক্ষী।
জয় শ্রীশ্রী রামঠাকুর
নামের নিরবচ্ছিন্ন ধারা 🌺
(কবিতা)
জয় গুরু, জয় রাম—
গুরু কৃপাহী কেবলম্ নাম।
নামে সুখ দুঃখ ভেদ নাই,
নামই সে অনাবরণ শক্তির ছায়া।
যেমন শ্বাস চলে আপনা আপনি,
নাহি তার সংকল্পের রূপ-রীতি;
তেমনি নাম হৃদয়ে বয়ে যায়,
মন-বুদ্ধি কিছুই আর ধরে না ঠাঁই।
চিন্তার ঢেউ থামে নামের তটে,
দ্বন্দ্ব মুছে যায় নীরব ঘটে;
যেই নাম—সেই পরম সত্য,
নামেই জাগে আত্মার নিত্য।
না চাই সুখ, না ভয় দুঃখে,
নামই ভরসা জাগতিক মুখে;
নিশিদিন প্রাণে নামের গান,
তাতেই মেলে মুক্তির দান।
হে করুণাময় শ্রীশ্রী রামঠাকুর,
তোমার বাণী হৃদয়ে রাখি—
শ্বাসে-প্রশ্বাসে নাম ধ’রে
অখণ্ড চেতনায় থাকি।
জয় রাম জয় রাম জয় রাম
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
December 25, 2025
Rating:






.jpg)
No comments: