'আশ্রম' ও 'নাম' প্রসঙ্গে অমৃতবাণী
ঠাকুর বলেছেন আশ্রম সৃষ্টি হলেই সেখানে অনেক অসংগতি ঢুকে পড়ে। এজন্যই ঠাকুর কোন জাগতিক সঙ্গকে মূল্য দেননি।আশ্রমে থেকে শ্রদ্ধাস্পদ মোহন্ত মহারাজগণ ভক্তদের নাম দিয়ে থাকেন। ভক্তদের ইচ্ছাকে মূল্য দিতেই ঠাকুর হয়তো আশ্রম প্রতিষ্ঠায় মত দিয়েছিলেন।একথা হয়তো ঠিক আশ্রমে গেলে আমাদের মত সাধারণ মানুষদের মানসিক শান্তি হয়। কিন্তু ঠাকুরের কথায়, পরম প্রাপ্তির জন্য হৃদয়কে আশ্রম করতে হয়।ঠাকুর অনুভব করতেনঃ 'প্রারব্ধ ভুঞ্জমানানি গীতাধ্যান পরায়ণা।' প্রারব্ধ 'নাম' এর মধ্য দিয়ে কিছুটা দূর হয়। 'নাম' এর ব্যাপারে এজন্যই ঠাকুর এতটা গুরুত্ব দিতেন।জয় রাম।
জয় গোবিন্দ।।

No comments: