গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

কৈবল্যধাম প্রতিষ্ঠার ইতিহাস ও শ্রীশ্রী রামঠাকুরের মহিমা

কৈবল্যধাম প্রতিষ্ঠার ইতিহাস ও শ্রীশ্রী রামঠাকুরের মহিমা

লিখেছেন: Subrata Majumder

🌼 সুপ্রভাত 🌼

শ্রীশ্রী রামঠাকুরের ব্যবহৃত এক জোড়া সাদা কাপড়ের জুতা স্থাপন করেই যাদবপুরে প্রতিষ্ঠিত হয় “কৈবল্যধাম”। এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে ১৩৪৯ সনে, ফাল্গুন মাসের ১৩ তারিখে, শ্রীঠাকুরের আদেশে।

মধুদা ভুবনদাকে সঙ্গে নিয়ে কক্ষান্তরে যান। ভুবনদার পুরো নাম ছিল ভুবন মোহন মুখোপাধ্যায়। তিনি চিরকুমার, গ্রাজুয়েট এবং সম্পূর্ণ ভক্ত ছিলেন। তিনি নিজ বাড়িঘর ও আত্মীয়স্বজন ত্যাগ করে পাহাড়তলি কৈবল্যধামে থাকতেন এবং হিসাবপত্র দেখাশোনা করতেন। এছাড়াও তিনি মাঝে মাঝে কৈবল্যনাথের পূজাও করতেন।

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on August 24, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.