এত ভয় কি?
আপনাদের বাড়ীতে মানুষ তো দূরের কথা,
নিশ্চিন্ত হইয়া থাকেন।
শ্রীশ্রী রামঠাকুর।
জয় গুরু জয় রাম।গুরু কৃপাহি কেবলম।
মজ:ফরপুরে শীতকালে বড়ই প্লেগের উপদ্রব হইত। সবাই প্লেগের ভয়ে ভীত ও সন্ত্রস্ত।
কাহারও বাড়ীতে ইঁদুর মরিলে অমনি গৃহত্যাগ করিয়া দূরে খোলা মাঠে আশ্রয় গ্রহণ করিত।
কোন বাড়িতে প্লেগ আরম্ভ হইলে ঐ পাড়াটি জনশুন্য হইয়া যাইত। সন্ধ্যার পরে কোন গৃহে আলো পর্য্যন্ত দেখা যাইত না। রাস্তায় বাহির হইতে ভয় হইত । প্লেগে আক্রান্ত রোগী তিন চার ঘণ্টার মধ্যে প্রাণত্যাগ করে। একবার শীতকালে খুব প্লেগ রোগ আরম্ভ হইয়াছে।
ঠাকুর আমাদের বাসায়ই আছেন। ভাবতাম, ঠাকুর যখন আমাদের কাছে আছেন , তখন আমাদের আর ভয় কি? সন্ধ্যার পরে আমরা কেহই গৃহের বাহিরে থাকিতাম না। ঠাকুরকে ঘিরিয়া সকলে মিলিয়া নানা কথা শুনিতেছি।
আমাদের পাড়ায় প্লেগ লাগিয়াছে। পাড়াটি জনমানব শূন্য। রাস্তা ঘাট সম্পূর্ন অন্ধকার। আমাদের নিচের তলায় সদর ফটকে একটা কালো কুকুর দিনরাত্রি থাকে, অন্য কোথাও যায় না।
একদিন রাত্রে ঠাকুরের নিকট নানা গল্প শুনিতেছি। আমাদের কুকুরটি চিৎকার করিতে করিতে কি যেন তাড়া করিয়া যাইতেছে, আবার ভয়ে পিছাইয়া আসিতেছে।
বার বার কুকুরটির বিকট চিৎকার শুনিয়া ঠাকুর জানালা খুলিয়া চাহিয়া রহিলেন। আমরাও তাঁহার সঙ্গে জানালার কাছে গিয়া দাঁড়াইলাম , কিন্তু কিছুই দেখিতে পাইলাম না। কুকুরটি আর চিৎকার না করিয়া স্বস্থানে ফিরিয়া আসিল।
সত্যেন দা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, কুকুরটি এইরূপ চিৎকার করিতেছিল কেন? আপনি জানালায় গিয়া কি দেখিলেন?
ঠাকুর বলিলেন,
প্লেগ রাণী এই পথ দিয়া যাইতেছিলেন কিন্তু আমাকে দেখিয়া বড়ই লজ্জিত হইয়াছেন।
কুকুরটি এই পথ দিয়া যাইতে দিতে নারাজ।
সত্যেন দা প্রশ্ন করিলেন,
প্লেগ রাণীর চেহারা কি রূপ? আপনি তাহাকে দেখতে পাইলেন, আমরা কেন দেখতে পাইলাম না?
ঠাকুর উত্তর করিলেন,
প্লেগ রাণীর রূপ অত্যন্ত বিভৎস,সর্ব্বাঙ্গে কোন মাংসের বালাই নাই।
শরীরের মধ্যে রহিয়াছে কয়েক খানি মাত্র হাড়।
ঐ ঘটনার পর কুকুরটিকে আর কখনও ঐ ভাবে চিৎকার করিতে শুনা যায় নাই। কয়েকদিন পরে প্লেগের প্রাদুর্ভাব কমিয়াছে।
ঠাকুর কাশী চলিয়া যাবেন,
যাত্রাকালে আমার স্ত্রী ঠাকুরকে বলিলেন , ঠাকুর মহাশয় ! আপনি তো চলিলেন,
আপনার অনুপস্থিতে এই প্লেগের সময় আমাদের খুব ভয় করিবে।
ঠাকুর বলিলেন, এত ভয় কি?
আপনাদের বাড়ীতে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও মারিবে না, নিশ্চিন্ত হইয়া থাকেন।
ঠাকুরের আশ্বাসবাণী যে কতদূর সত্য তাহার প্রমাণ কিছু দিন পরেই পাইয়াছিলাম।
জয় রাম
শ্রী রোহিণী কুমার মজুমদার।
শ্রীগুরু শ্রীশ্রী রামঠাকুর।
পৃষ্ঠা সংখ্যা ৫০ হইতে।
সত্যনারায়ণের সেবকের ভাব কি?
"সত্যনারায়ণের সেবক সিগ্ধ,তৃপ্ত, অমৃত। "
যিনি সত্যনারায়ণের সেবা করেন তার আচার-আচরণ,স্বভাব-চরিত্র, হাব-ভাব হয় কোমল,বিনীত,বিনম্র-তাই সিগ্ধ।তিনি যা পান আর যা কিছু পেয়েছেন তাতেই তুষ্ট, সন্তুষ্ট তাই তৃপ্ত। ঐশ্বর্য্যে মাধুর্য্যে সকলের কাছে তিনি যেন এক খন্ড অমৃত। অমৃতের তুল্য মানুষ।
নাম প্রসাদ
সত্যনারায়ণের সেবা ছাড়া অন্য কোন গতি নাই।
দেনা পাওনা যে সকল ঋণ আছে তাহা পরিশোধ না হইলে এই যমদ্বার ভেদ হইতে পারে না। যমদ্বার ভেদ করিতে না পারিলে পিত্রলোক উদ্ধার হয় না।
পিত্রলোক মুক্ত না হইলে পতিলোক মুক্ত হয় না।
পুত্রলোক যাহাকে শুদ্ধ ভক্তি বলে তাহা পায় না।
অতএব কায়মানবাক্যের দ্বারা সত্যব্রত করুন। তিনিই সকল সংকট পার করিয়া দিবেন।
জয়রাম জয় গোবিন্দ
ওঁ নমঃ ভগবতে শ্রীশ্রী রামচন্দ্র গুরুদেব নমঃ 
গুরুদেব তোমার চরণে এই ভক্তের কোটি কোটি প্রণাম
আরো একটি বছর আমার জীবন থেকে কমে গেল গুরুদেব
চলিত বছরের আজকে শেষ দিনের শেষ সকালবেলা গুরুদেব তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
কারণে-অকারণে আমার প্রিয় আপন সজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশীর মনে যদি কষ্ট দিয়ে থাকি দুঃখ দিয়ে থাকি , গুরুদেব আমাকে ক্ষমা করে দেবে
তোমার প্রিয় ভক্তবৃন্দের যেন আগামী বছর ভালো ভাবে কাটে সুখে শান্তিতে কাটে সকলের সাথে হাতে হাত বাড়িয়ে হৃদয় ভালোবাসা বিনিময় করে সকলের মন জয় করতে পারে সকলের সাথে ভালোভাবে চলতে পারে আশীর্বাদ করবে গুরুদেব
জয়রাম
গুরু কৃপাহি কেবলম
আমার দয়াল ঠাকুর প্রাণের ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম
দয়াল ঠাকুর প্রাণের ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের চরণে প্রণাম
দয়াল ঠাকুর প্রাণের ঠাকুর শ্রী শ্রী কৈবল্যনাথের চরণে প্রণাম
গুরুদেব তোমার চরণে কোটি কোটি প্রনাম 
বেদবাণী
"এই যে জন্ম, মৃত্যু, বিবাহ, ইহা ভবিতব্য সংস্কার ছাড়বার যো নাই। যার যেখানে যে যে অবস্থায় উহা সংঘটন হইবে তার সেইখানেই ঘটিবে সংশয় নাই। এইজন্য চিন্তা ভাবনা না করিয়া সত্যের সেবা করিতে থাকুন; সত্যই সকল ঋণ (পাশ) মুক্ত করিয়া পরমানন্দ শান্তিধাম মুক্ত করিয়া দিবেন। জীবের জন্য ফলাফল যোগাযোগ সৃষ্টি করে নাই। কর্ম্ম করিবারই অধিকার। ফলদাতা সত্যনারায়ণ। সত্যনারায়ণের সেবা করিতে থাকুন। সত্যই মঙ্গল করিবেন। "
(বেদবাণী - ১ /১৪)
শ্রীশ্রী রাম ঠাকুর।
জয় গুরু জয় রাম 
গুরু কৃপাহী কেবলম্ 
গুরুদেব তোমার চরণে এই ভক্তের কোটি কোটি প্রণাম
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
January 04, 2026
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
January 04, 2026
Rating:





.jpg)
No comments: