গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

ভব সাগর তারণ কারণ হে , রবি নন্দন বন্ধন খণ্ডন হে , শরণাগত কিঙ্কর ভীত মনে , গুরুদেব দয়া কর দীন জনে

🙏 গুরুদেব দয়া কর দীন জনে 🙏

ভব সাগর তারণ কারণ হে,
রবি নন্দন বন্ধন খণ্ডন হে,
শরণাগত কিঙ্কর ভীত মনে,
গুরুদেব দয়া কর দীন জনে ।

জয় গুরু । গুরু কৃপাহি কেবলম্ ।


Sri Sri Ramthakur Bed Bani Happy New Year 2026

একবার ময়মনসিং টাউনে শ্রদ্ধেয় ভ্রাতা শ্রী নির্মলচন্দ্র দত্তের বাসায় শ্রীঠাকুরকে লইয়া প্রায় এক মাসের উপর ছিলাম। সর্ব্বদাই আমাকে ঠাকুরের কাছেই থাকিতে হইত। ঠাকুরের বিনা অনুমতিতে কোথাও যাওয়ার উপায় নাই।

নানাদিক হইতে ভক্তরা আসিয়া “নাম” গ্রহণ করিতেছেন। এই সময় নেত্রকোনার একজন হোমিওপ্যাথিক ডাক্তার আসিয়া “শ্রীনাম” গ্রহণ করেন। ডাক্তার বাবু সেদিন আর নেত্রকোনা ফিরেন নাই, নির্মল বাবুর বাড়িতেই ছিলেন।

সেদিন রাত্রিতে হঠাৎ ঠাকুরের পায়ে বাতের বেদনা আরম্ভ হয়। যন্ত্রণায় অস্থির হইয়া ঠাকুর মহাশয় চিৎকার করিতেছেন। বাতের তেল মালিশ করা হইতেছে, কিন্তু যন্ত্রণার কোন উপশম হইতেছে না।

সবাই উদ্বিগ্ন চিত্তে ঠাকুরকে ঘিরিয়া বসিয়া আছি। এমন সময় নেত্রকোনার হোমিওপ্যাথিক ডাক্তার আমাকে ডাকিয়া বলিলেন— যে সব লক্ষণ ঠাকুরের দেখিতেছি, তাহাতে আমার এক ফোঁটা ঔষধ দিতে ইচ্ছা হইতেছে।

আমি ঠাকুর মহাশয়ের অনুমতি লইয়া আসিলে তিনি বলিলেন— “আচ্ছা।” ডাক্তার বাবু ঔষধ আনিতে যাইবার আগেই ঠাকুর মহাশয় বলিলেন— “রসটক্সে কোন কাজ হইবে না।”

ডাক্তার বাবু বিস্মিত হইয়া বলিলেন, তিনি সত্যিই রসটক্স আনিতে যাইতেছিলেন। পরে ঠাকুর মহাশয় যে ঔষধের নাম বলিলেন, সেই ঔষধ সেবনের অল্প সময়ের মধ্যেই ঠাকুর মহাশয় সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিলেন।

রাত্রিতে ঠাকুর মহাশয় শুইয়া আছেন। তাঁহার নাতি-নাতিন ও কয়েকজন গুরু ভগিনী মিলিয়া গান করিতেছেন— “গুরুদেব দয়া কর দীন জনে”

আমি কিছু দূরে বসিয়া সেই গান গাহিতেছিলাম। হঠাৎ ঠাকুর মহাশয় বলিয়া উঠিলেন— “গান করে কে, রোহিণী বাবু না?” সবাই বলিলেন— হ্যাঁ

ঠাকুর মহাশয় বলিলেন— “যা করার দরকার তার খোঁজ নাই, গান গাওয়া।” আমি তখনই সেই স্থান ত্যাগ করিলাম।


জয় রাম
রোহিণী কুমার মজুমদার
শ্রীগুরু শ্রীশ্রীরাম ঠাকুর
(পৃষ্ঠা সংখ্যা ১৬৮ হইতে)


Happy New Year 2026
শ্রীশ্রী রামঠাকুরের কৃপায় নতুন বছর
সকলের জীবনে শান্তি, মঙ্গল ও নামস্মরণ বয়ে আনুক।

ভব সাগর তারণ কারণ হে , রবি নন্দন বন্ধন খণ্ডন হে , শরণাগত কিঙ্কর ভীত মনে , গুরুদেব দয়া কর দীন জনে ভব সাগর তারণ কারণ হে , রবি নন্দন বন্ধন খণ্ডন হে , শরণাগত কিঙ্কর ভীত মনে , গুরুদেব দয়া কর দীন জনে Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on January 01, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.