গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

জন্ম, মৃত্যু, বিবাহ — এই ত্রিবিধ কর্ম ভবিতব্য জানিবেন। ইহার সম্পাদন করার জীবের শক্তি নাই।


  • ভবিতব্য
    : জন্ম, মৃত্যু, বিবাহ — এগুলো পূর্বনির্ধারিত, জীবের নিয়ন্ত্রণের বাইরে।

  • সত্যের আশ্রয়: জীবের চিন্তা ও কষ্ট থেকে মুক্তির পথ সত্যের মধ্যে।

  • রজ গুণ: চিন্তা ভাবনা রজ গুণের তরঙ্গ, যা মোহ সৃষ্টি করে।

  • ধৈর্য্য: ধৈর্য্যই গুণমুক্তির পথ, যা নির্গুণ পরমপদের দিকে নিয়ে যায়।

  • দেহঋণ: আত্মার মুক্তির জন্য দেহঋণ শোধন আবশ্যক।

  • গুরু কৃপা: সর্বশেষে, মুক্তির একমাত্র পথ গুরু কৃপা।


  • বাণীর অলোকে পথ চলা- শ্রীশ্রীরামঠাকুর

    বাণীর অলোকে পথ চলা

    শ্রীশ্রীরামঠাকুরের বাণী

    লেখক: সুব্রত মজুমদার

    বেদবাণী ২য় খন্ড SriSriRamthakur/ ৯৭

    জন্ম, মৃত্যু, বিবাহ — এই ত্রিবিধ কর্ম ভবিতব্য জানিবেন। ইহার সম্পাদন করার জীবের শক্তি নাই। যেখানে যাহার যখন ভাগ্য উৎপন্ন হইবে, ঠিক সেই সময়ে সেই ভাবেই তাহা ভোগ করিতে হইবে। কর্ত্তৃত্ব দ্বারা লাভ-লোকসানে জীব কষ্ট পাইয়া থাকেন। অতএব সর্ব্বদা সর্ব্বতোভাবে সত্যের আশ্রয় দিয়া থাকুন, সত্য হইতেই সমস্ত চিন্তা ভাবনা নিবৃত্তি হইবে।

    চিন্তা ভাবনা রজ গুণের তরঙ্গ মাত্র। ধৈর্য্য নিকেতনে গুণমুক্ত হইয়া নির্গুণ পরমপদ লাভ করিয়া দেহঋণ শোধন হয়। দেনা-পাওনা রাখিয়া এই মায়াদেহ মুক্ত করিতে পারে না।

    জয়রাম জয়গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম্।

    জন্ম, মৃত্যু, বিবাহ — এই ত্রিবিধ কর্ম ভবিতব্য জানিবেন। ইহার সম্পাদন করার জীবের শক্তি নাই। জন্ম, মৃত্যু, বিবাহ — এই ত্রিবিধ কর্ম ভবিতব্য জানিবেন। ইহার সম্পাদন করার জীবের শক্তি নাই। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on September 30, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.