গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

শ্রীশ্রীঠাকুর — মধুর ব্যবহার ও আচরণে অসীম: নামেই কলিযুগের সাধনা

 

শ্রীশ্রীঠাকুর — মধুর ব্যবহার ও আচরণে অসীম: নামেই কলিযুগের সাধনা

শ্রীশ্রীঠাকুরের মধুর ব্যবহারে ও আচরনে তিনি কখনও নররূপী নারায়ণ, কাহারও নিকট পীরসাহেব, কাহারও নিকট যীশু — আবার কখনও নিকট পূর্ণ ব্রহ্ম। এই বহুমুখী প্রকাশে আমরা দেখতে পাই তাঁর সার্বজনীন দয়ালু ভাব ও সকলের প্রতি সমান স্নেহ–মমত্ব।

শ্রীশ্রীঠাকুর বলাইছেন — কলিযুগে একমাত্র নাম করিলেই সাধন করা হয়। নামের এই সরলতা ও শক্তি আমাদের মনে করিয়ে দেয়: আধ্যাত্মিকতার মূল স্রোত জটিল নিয়ম নয়, বরং আন্তরিক সুমন এবং নাম-সমর্পণ।

প্রতি ধাপেই থাকুরের মাতৃত্ববোধ ও বিশ্বজনীন দয়াবোধ স্পষ্ট। তিনি কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি বা আচারকেই প্রাধান্য দেন না — বরং হৃদয়ের আন্তরিক স্বরেই শ্রেষ্ঠ। যার কাছে ব্যস্তলোক আবার হীরার মতো স্নিগ্ধ এক শব্দ, তাঁর নামই মুক্তির পথ দেখায়।

আসুন, আজ আমরা অল্প সময়ে হলেও নামের জপে মনোজ্ঞান স্থির করি। ছোট্ট এক স্মরণ — নাম করিলেই শুদ্ধতা, নাম করিলেই শান্তি, নাম করিলেই জীবনের অন্ধকার আলোকিত হয়।

জয়রাম।

শ্রীশ্রীঠাকুর — মধুর ব্যবহার ও আচরণে অসীম: নামেই কলিযুগের সাধনা শ্রীশ্রীঠাকুর — মধুর ব্যবহার ও আচরণে অসীম: নামেই কলিযুগের সাধনা Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on September 16, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.