শ্রী শ্রী রামঠাকুরের বাণী — নম্র দয়া ও সংসারজীবনের শিক্ষার পাঠ

কোনো কুতর্ক বা বাজে আলাপে লিপ্ত হবে না। তাতে নামে বাঁধাগ্রস্থ দেখা দেয়।একবার বাঁধা হলে;পুনরায় টানিয়া আনা কঠিন হয়। নিজেকে সাবধান করো।শুধু দয়াময়ের দয়া প্রত্যাশা করে নিমিত্ত এবং কাঙ্গাল হয়ে থাকো।
💚🙏-শ্রী শ্রী রাম ঠাকুর💞🙏
🏹🌼🌹🙏ওঁ শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ🙏🌹🌼🏹
💓🌺💓🌺💓🌺ওঁ রাম🌺💓🌺💓🌺💓
কোন চিন্তা করিবে না, কালে সকলি সুফল ফলে। অনন্যচেতা কর্ম্মই জগতে মুক্তকামী। সংসার মায়াময়, নিত্য অনিত্য দ্বন্দ্বে পরিণত। চক্রবৎ পরিক্রম সুখের দুঃখের খনি, এই অনিত্যকর, অসুখজনক সংসার হইতে নিষ্কৃতি লাভই ভগবদিচ্ছা। তারই দাস হওয়া ধর্ম্ম।
📖(বেদবাণী ২/১০৪)📖
আপনার করুণা পদ ভগবান বিস্তার করিয়া রাখিয়াছেন।
🕉 জয়রাম🕉🙏💚🙏
🕉️শ্রী শ্রী কৈবল্যনাথের জয়🕉️
চিন্তা ও বাস্তবে কীভাবে প্রয়োগ করবেন
১) কুতর্ক এড়িয়ে চলুন — সামাজিক শৃঙ্খলা ও মানসিক শান্তির জন্য প্রতিদিন ছোটো ভুলে নজর দিন।
২) নম্রতা ও দয়া চর্চা করুন — অন্যের দুর্বলতা দেখে সহানুভূতি রাখুন।
৩) ধ্যান ও নাম — প্রতিদিন ১০–১৫ মিনিট সময় নাম-জপ বা ধ্যানে দিয়ে মনকে স্থিত করুন।
এই পোস্ট শেয়ার করুন
আপনি যদি এই বাণীপ্রসূত ভাব থেকে অনুপ্রাণিত হন, দয়া করে বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল/ব্লগ সাবস্ক্রাইব করে রাখুন।

No comments: