ভাগ্যং ফলতি সর্ব্বত্র — বেদবাণী (৩য় খণ্ড, পত্রাংশ ১১৬)
ভাগ্যং ফলতি সর্ব্বত্র। প্রার্থনাই বন্ধন জানিবেন। সত্যনারায়ণ সর্ব্ববিধ শান্তিদাতা। তাঁহাকে ভুলিয়া অহংকারের আশ্রয়ে পরিয়া অভাব সাগরে উর্দ্ধ অধঃ গতিতে বন্ধন হইতেছে। অতএব সেই সত্যদেবের অধীন হইয়া তাঁহান কৃপা পাইতে পারেন।
~ বেদবাণী, ৩য় খণ্ড, পত্রাংশ ১১৬
ব্যাখ্যা
এই বাণীতে শ্রীশ্রী রামঠাকুর স্পষ্ট করেছেন যে ভাগ্য সর্বত্রই কার্যকর। কিন্তু ভাগ্যের সঙ্গে সঙ্গে প্রার্থনাকেই প্রকৃত মুক্তির উপায় বলা হয়েছে। অহংকার মানুষকে দুঃখের আবদ্ধতায় ফেললেও, ভক্তিভরে সত্যনারায়ণের শরণ নিলে শান্তি ও কৃপা লাভ করা যায়।
ব্যবহারিক শিক্ষা
✅ প্রতিদিন প্রার্থনা ও ভক্তিকে জীবনের অংশ করুন।
✅ ভাগ্যের প্রাপ্তি বা অপ্রাপ্তি নিয়ে অহংকার বা হতাশায় ভুগবেন না।
✅ সত্যনারায়ণের সেবার মধ্যে আত্মসমর্পণ করলে মানসিক শান্তি ও জীবন সফলতা আসে।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
September 05, 2025
Rating:






.jpg)
No comments: