গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

আমাদের জীবন হলো একটা উপবনের মত।

 আমাদের জীবন হলো একটা উপবনের মত। যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে। আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এটাই জীবনের সত্য। [প্রশংসা] আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। কেউ আছেন দুর্জন, কেউ সজন, কেউ শত্রু হন তো কেউ মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন। যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার চেয়ে ভালো আপনি স্বজনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ
করবেন। আরো একটা কথা বলি। এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন। আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন। কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না। কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে। তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন। আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কখনো আপনি কোন গোয়াল দেখেছেন? অধিক মাত্রায় গোবর পড়ে থাকে। আর ওখানে এক ধরনের পোকা দেখতে পাওয়া যায় যাকে গোবরে
পোকা বলা হয়। এরা কি করে? সারাদিন সেই গোবরেই বাস করে। সেই গোবরকে গোল আকৃতি প্রদান করে নিজের বাসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক পরিশ্রম করার পরে সেই গোবরের টুকরোগুলো নিজের বাসার দিকে নিয়ে যায় আর বুঝতে পারে ওর বাসা তো খুবই ছোট। আর এই গোবরের টুকরো তো অত্যন্ত বড়। এ তো বাসাতে প্রবেশ করতেই পারবে না। তাও চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত অসফল হয়। আর সেই পোকা একাই বাসাতে ঢুকে যায়। এরকম মানুষের সাথেও হয়ে থাকে। সমস্ত জীবন মানুষ ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ এই সবকিছু অর্জন করতে ব্যস্ত থাকে। আর যখন সময় আসে
এই সংসারকে ত্যাগ করে চলে যাওয়ার তখন সে বুঝতে পারে যে এই সবকিছু তো আমি নিজের সাথে নিয়ে যেতেই পারবো না। মনে দুঃখ নিয়ে সংসার থেকে বিদায় নেয় সে। তার বদলে যদি মানুষ কোন নির্ধন ব্যক্তিকে সাহায্য করে দেয়। কোন দুঃখী ব্যক্তিকে হাসাতে চেষ্টা করে তাহলে মনে সন্তোষ নিয়ে সংসার ত্যাগ করতে পারে। এই জীবনে ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ অতি আবশ্যক। কিন্তু এগুলোই বাস্তব সম্পত্তি নয়। তাহলে কি এই বাস্তব সম্পত্তি সেটা বুঝতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু। এটা কি আবশ্যক যে সেই
গুরু কোন ব্যক্তিই হবেন? কখনোই নয়। গুরু হলেন একটা তত্ত্ব। গুরু হলেন একটা শক্তি। গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন। কিন্তু তা নয়। গুরু হলেন একটা অনুভূতি। গুরু হলেন শ্রদ্ধা। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন। আপনি কখন কোথায় কোন স্থানে কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষা লাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর। যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন। যদি আপনি গুরুকে আপন করতে চান, জ্ঞানকে আপন করতে চান তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত
করতে হবে, সামর্থ্য জাগ্রত করতে হবে। আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনিই আপনাকে মহান করে তুলবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি। কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি। এই সময় এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে। কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায়। এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব
হবে না। সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলব। আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে। ধনের সাথেও এটাই হয়। কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব। যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে। এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই। কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি। বাস্তব অর্থের সময় তা অত্যন্ত মূল্যবান। এর সৎব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে যে
এমন কোন অক্ষর নেই যার দ্বারা কোন মন্ত্র হয় না। এমন কোন বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধী নয়। পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যার মধ্যে কোন যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোন কাজের নন। আপনি হলেন মূর্খ। আপনি কিছুই করতে পারবেন না। এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না। কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা
এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয় লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সুজ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুজ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয় এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন। আর প্রেমের সাথে বলুন রাধা রাধা। বাল্যকালে যখন আমি মাখন খেতাম তখন যশোদা মায়ের আমার মাখন খাওয়া নিয়ে কোন সমস্যা ছিল না। কিন্তু যখন আমি মাখন খেতাম, মাখন
চুরি করতাম। তখন যেই প্রকারে বাড়ির পরিচ্ছন্নতা আমি নষ্ট করতাম তা নিয়ে অবশ্যই যশোদা মায়ের আপত্তি ছিল। আর হবে নাইবা কেন? কথায় আছে যে যদি আমাদের ঘর পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী বসবাস করে থাকেন। তবেই সেই বাড়িতে সন্তোষভাব থাকবে। সেইজন্যই আমাদের যশোদা মা পরিশ্রম করে বাড়ির ভেতর এবং বাড়ির বাহির সবসময় পরিচ্ছন্ন করে রাখতেন। এবার যেইভাবে আমাদের বাড়ি যেখানে আমাদের পরিবার বসবাস করতেন সেইভাবেই আমাদের শরীর আর আমাদের আত্মা রয়েছে যাতে আমরা বসবাস করি। একেও স্বচ্ছ রাখা প্রয়োজনীয়। এবার স্বচ্ছ কিভাবে রাখা যায়? শুধু বাহ্যিক
পরিচ্ছন্নতা আর প্রসাধন দ্বারা তা সম্ভব হবে না। জীবনে কিছু কটু অভিজ্ঞতা আমাদের সকলের থাকে। সেই কটু অভিজ্ঞতা গুলির কারণে আমাদের মন আমাদের আত্মা মলিন হয়ে যায়। এই মালিন্য থেকে আমাদের আত্মাকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। আর আমাদের এই মন মালিন্য থেকে মুক্ত হতে পারে শুধুমাত্র প্রেম এবং করুণার দ্বারা। তাই সকলকে ভালোবাসতে থাকুন। আর মনের মধ্যে করুণার বোধ জাগ্রত করুন। কারণ যেইভাবে বাড়ি পরিষ্কার থাকলে তাতে লক্ষ্মী বসবাস করেন, সন্তোষবোধ বজায় থাকে সেইভাবেই যদি মন স্বচ্ছ থাকে তাহলে
তাতে সন্তোষও থাকবে, শান্তিও থাকবে। তাহলে ভালোবাসতে থাকুন। মনের মধ্যে করুণাবোধ জাগ্রত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো রেশমের কিট দেখেছেন? নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে। আর সেই সুতো দ্বারা নিজেকে পেঁচিয়ে নেয়। প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে সুরক্ষার জন্য। কিন্তু যখন সেই সুতো শুকিয়ে যায় তখন কি হয়? তা একটা খলসে পরিণত হয়। এত সবল হয়ে যায় যে সেই রেশমের কীট তা ভেঙে বাইরে বেরিয়েই আসতে পারে না। শেষ পর্যন্ত এই কারণেই সে মৃত্যু লাভ করে। এবার যদি একটা প্রজাপতির কথা বলি তাহলে
প্রজাপতি কি করে? যখন সে উড়তে চায় সে নিজেই নিজের খোলস ভেঙে ফেলে। সে তার পাকনা মেলে। আর তারপর সে আকাশে উড়ে বেড়ায়। এটাই হলো শিক্ষা আমাদের জন্য। যদি আমরা আকাশে উড়ে বেড়াতে চাই তাহলে আমাদেরকেও অন্তর থেকে সেই খলস ভাঙতে হবে। অর্থাৎ নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে। সুরক্ষার জন্য কোন বাঁধনে জড়িয়ে পড়া এ হলো সবথেকে বেশি অসুরক্ষিত কার্য। জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত। কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজে নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না। যদি আপনি নবনির্মাণ করতে চান
তাহলে আপনাকে নিজেরই সুরক্ষা কবজ ভেঙে বেরোতেই হবে। সাহসের সাথে পরিশ্রম করতে হবে। আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন। রাধা রাধা আমি মনুষ্য রূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি। আপনাদের একটা কথা বলতে চাই। আমি সকলকে সাহায্য করতে পারবো না। কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো। জ্ঞান প্রদান করতে পারব। এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ
যা চাইবেন তাই লাভ করতে পারবেন। যদি সঠিক কর্ম করতে থাকেন। যখন কংশের ওষুধ আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে krishna krisna

The video presents a profound philosophical discourse on the nature of life, relationships, time, wealth, knowledge, and self-realization, using vivid metaphors rooted in everyday experiences. Life is depicted as a garden containing both thorns and flowers, symbolizing joy and pain, and the necessity of enduring challenges to attain happiness. The speaker emphasizes the importance of associating with virtuous people—family, friends, and mentors—who bring joy, courage, and wisdom, while avoiding negative influences that cause suffering and complications.

A central theme is the cultivation of love and respect in the heart, which acts as a guiding light through life’s difficulties. The video introduces the concept of the “guru,” not merely as a person but as a principle embodying knowledge, respect, and transformation. The guru shapes one’s personality and imparts wisdom, and the key to receiving this guidance lies in one’s attitude of reverence and openness.

Time and wealth are portrayed as precious yet transient resources. The speaker urges proper management and respect for both, warning against wasting time through excessive counting or mismanagement. Wealth, similarly, must be preserved and used wisely, as it can lead to further prosperity or downfall.

The video also highlights the intrinsic value and uniqueness of every individual, rejecting negative judgments based on failures. Each person is a special creation of the divine, possessing unique talents and worth. The importance of maintaining inner purity and clarity is stressed, not just physical cleanliness. Just as a clean home attracts prosperity, a pure mind filled with love and compassion brings peace and contentment.

Using natural analogies such as the silkworm and the butterfly, the speaker teaches the necessity of breaking free from self-imposed limitations and fears to achieve growth and freedom. Excessive attachment to security can trap a person much like the silkworm trapped in its cocoon, while breaking free leads to liberation and the ability to soar.

Finally, the speaker shares a humble acknowledgment of human limitations in helping others, emphasizing the power of imparting knowledge and encouraging righteous action as the true means for individuals to achieve their desires and success.

Throughout, the mantra “Radha Radha” is repeatedly invoked as a symbol of love, devotion, and spiritual awakening.

Highlights

  • 00:01 🌹 Life is like a garden with both thorns and flowers; to enjoy the flowers, one must endure the thorns.
  • 00:45 🤝 Choose your company wisely: friends and family bring joy and courage, while enemies bring pain and trouble.
  • 03:11 🙏 A guru is not just a person but a principle of knowledge, respect, and transformation that shapes your personality.
  • 04:49 ⏳ Proper use of time and careful management of wealth are essential for growth and stability in life.
  • 06:25 💎 Every individual is unique and valuable, regardless of failures or external judgments.
  • 08:00 🧹 Inner purity and compassion cleanse the soul just as cleanliness attracts prosperity in a home.
  • 09:38 🦋 To grow and be free, one must break free from self-imposed limitations and fears, like a butterfly breaking its cocoon.

Key Insights

  • 00:01 🌹 Endurance of hardship is essential for growth and happiness: Life inevitably involves pain and struggle, but these are necessary conditions to appreciate and attain joy and success. This metaphor encourages resilience and acceptance of adversity as a natural part of life’s journey.
  • 00:45 🤝 The quality of one’s relationships directly impacts mental and emotional well-being: Associating with positive, supportive people fosters courage, knowledge, and happiness, while negative relationships breed suffering and conflict. The advice to greet but keep distance from those with differing mindsets promotes emotional balance and peace.
  • 03:11 🙏 The guru as a concept transcends physical identity: The guru is described as a force of wisdom and respect that modifies the individual’s character and perspective. This view democratizes learning and spiritual growth, implying that knowledge can come through various sources and is accessible through the right mindset and humility.
  • 04:49Time and wealth are interconnected yet fleeting resources: Both are gifts—time is a natural endowment, wealth is earned—but both can be lost simultaneously if not managed wisely. The speaker warns against obsessing over time counting, which paradoxically wastes it, and stresses disciplined stewardship of wealth to secure and multiply it.
  • 06:25 💎 Every individual has intrinsic worth and unique capabilities: External failures or critical voices should not diminish self-belief. The analogy of the sword and the needle illustrates that every talent has its special importance, challenging societal measures of success and encouraging self-acceptance and confidence.
  • 08:00 🧹 Spiritual and emotional cleanliness is as vital as physical cleanliness: Negative experiences stain the soul, and only love and compassion can purify and uplift the mind. This promotes an ongoing practice of kindness and forgiveness as essential to personal peace and contentment.
  • 09:38 🦋 Breaking free from the safety cocoon is necessary for true freedom and growth: Excessive attachment to security can trap and weaken a person. The silkworm and butterfly metaphor teaches that courage to leave comfort zones and face vulnerability is key to transformation and the realization of potential.

The video’s message is a holistic guide to living wisely, emphasizing love, respect, self-awareness, and courage as the foundations for a meaningful and fulfilled life. It balances practical advice with spiritual wisdom, encouraging viewers to nurture inner virtues and approach life’s challenges with grace and determination.

আমাদের জীবন হলো একটা উপবনের মত। আমাদের জীবন হলো একটা উপবনের মত। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on September 26, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.