✨ ভাগ্য ও ভগবানের বিধান ✨
“ভাগ্যৎ ফলতি সর্ব্বএং। অদৃষ্টকে বাদ দিয়া চলিতে নাই, যাহা যাহা ভোগের প্রাপ্ত হইবে তাহাতেই সন্তোষ থাকিতে হয়। ভগবান যাহা বিধান করেন মঙ্গলের কারণ, যেহেতু ভগবান মঙ্গলময়। তাঁহান সঙ্গে তাঁহান সেবায় চরম বলিয়া ধারণা করিলে কোন অভাব ঘটে না।”
— বেদবাণী ২/৮০
এই বাণী আমাদের জীবনের এক গভীর শিক্ষা দেয়। ভাগ্য বা অদৃষ্ট এড়ানো যায় না, তবে তা নিয়েই সন্তুষ্ট থেকে ভগবানের সেবায় জীবন উৎসর্গ করলে সকল অভাব মিটে যায়। ভগবান স্বভাবতই মঙ্গলময়, তাই তাঁর প্রতিটি বিধানই কল্যাণকর।
No comments: