গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

নাম-জপের শক্তি ও ধৈর্যের সাধনা — গুরু মহারাজের বাণী

নাম-জপের শক্তি ও ধৈর্যের সাধনা — গুরু মহারাজের বাণী

🙏 প্রতিদিন সুবিধামত কিছু সময় ঠিক কইর‍্যা যখন কাজকর্ম্ম থাকে না তখন বইসা নাম করবেন।

🙏 এইটার অর্থ এই না যে, যতটুকু সময় বইসা থাকলেন ততটুকু নাম হইল; এই ছাড়াও নাম সর্ব্বদা জপ করা। যেমন প্রাণ। প্রাণকে ছাড়া যেমন এক মুহুর্ত থাকতে পারি না, সেই প্রাণকে আশ্রয় করা, তাকে চিন্তা করা বা ডাকা এইটা ত এক মুহুর্ত ছাড়া নাই।

🙏 তবে সেই অবস্থাটা আসে অভ্যাস করতে করতে। তাড়াতাড়ি কইর‍্যা কিছু হয় না। তাড়াতাড়ি করতে চেষ্টা করবেন না। সেই আম পাকার মত সব অবস্থা আস্তে আস্তে পার হইয়া যাইতে হয়।

🍃 “পাকা ফলের স্বাদ যেমন কাঁচা ফলে চিনি মাখিয়ে পাওয়া যায় না, তেমনি সাধনাও ধীরে ধীরে ফল দেয়।”

🙏 কাজেই ধীরের বশে ধৈর্য্য নিয়া সর্ব্বদা নাম করা। নাম যেমন ভাবে একজন আরেকজনকে ডাকে, সেই ভাবে ভগবানকে ডাকা। ডাকতে ডাকতেই ভগবান জাগেন।

✨ ভক্তের ডাকে ভগবান আসেন

  • 🔥 সীতা অশোকবনে ডাকলেন, তিনি এলেন।
  • 🔥 দ্রৌপদী দুর্যোধনের সভায় অপমানিত হয়ে দুই হাত তুলে ডাকলেন, তিনি এলেন।
  • 🔥 দেবকী কংসের কারাগারে কাঁদলেন, তিনি এলেন।
  • 🔥 অদ্বৈত আচার্য হুংকার দিলেন, মহাপ্রভু এলেন।

🙏 ডাকার মত ডাকতে পারলে তিনি আসেন, দেখা দেন। জয় গুরু সত্য নারায়ণ। হরে কৃষ্ণ 🙏

তথ্যসূত্র:
নাম সম্বন্ধে — শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়, ৪র্থ মোহন্ত মহারাজ (স্বয়ং গুরু মহারাজ)

নাম-জপের শক্তি ও ধৈর্যের সাধনা — গুরু মহারাজের বাণী নাম-জপের শক্তি ও ধৈর্যের সাধনা — গুরু মহারাজের বাণী Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on September 04, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.