গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

মানুষের জীবনে ভাগ্য, সুখ, ও দুঃখের খেলায় আমরা প্রায়শই সত্যধর্ম থেকে বিচ্যুত হই। শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী (২/৬০)

 

লোক সকল স্ব স্ব ভাগ্যবশে সত্যধর্ম্মকে ভুলিয়া কর্ত্তা হইয়া নানান হেয়ালী চরিত্র লাভ করিয়া শুচি-অশুচিতে ডুবাডুবি খেলে। আপন বন্ধনতত্ত্ব জানিতে না পারিয়া কারাগারে আটক হইয়া মূঢ়তাজালে সুখীর আসন সংগ্রহ করিয়া থাকে। সত্যনারায়ণ ছাড়া কেহই কাহাকে সিংঙ্গার দিতে পারে না। অতএব সত্যের দাসত্ব লাভ করিয়া বদ্ধঋণজাল মুক্ত হইয়া কালের ঘেরা জন্ম-মৃত্যু জ্বালা-যন্ত্রণা হইতে উদ্ধার হইতে পারে।
বেদবাণী (২/৬০)
শ্রী শ্রী রাম ঠাকুর
 
 

মানুষের জীবনে ভাগ্য, সুখ, ও দুঃখের খেলায় আমরা প্রায়শই সত্যধর্ম থেকে বিচ্যুত হই। শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী (২/৬০)-এ বলেছেন—
"লোক সকল স্ব স্ব ভাগ্যবশে সত্যধর্মকে ভুলিয়া কর্ত্তা হইয়া নানান হেয়ালী চরিত্র লাভ করিয়া শুচি-অশুচিতে ডুবাডুবি খেলে… সত্যনারায়ণ ছাড়া কেহই কাহাকে সিংঙ্গার দিতে পারে না।"

এর মর্ম হলো— মানুষ নিজের কর্মফল ও মায়াজালের কারণে প্রকৃত বন্ধনকে (আসক্তি, মোহ, অহংকার) বুঝতে পারে না। ফলে সে জগৎকে সুখ-দুঃখের আসন ভেবে বসে থাকে। কিন্তু একমাত্র সত্যনারায়ণ বা সর্বশক্তিমান সত্য-এর আশ্রয়েই জীবাত্মা মোক্ষলাভ করতে পারে।

সম্পর্ক ভগবদ্‌গীতার সঙ্গে

ভগবদ্‌গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান—

  • মানুষ মায়াজালে আবদ্ধ থেকে জন্ম-মৃত্যুর চক্র ভোগ করে (৭.১৪)।

  • সত্য বা পরমাত্মার শরণ নিলে তবেই সে মোক্ষলাভ করতে পারে (১৮.৬৬)।

  • সত্যের দাসত্বই আসল মুক্তির পথ।

অতএব, শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী ও গীতার শিক্ষা একই সত্যকে নির্দেশ করছে—
সত্যে আশ্রয় নিলে মানুষ কর্মফল, মায়া ও মৃত্যু-যন্ত্রণা থেকে মুক্ত হয়।


Ending Script

সুতরাং, জীবনের প্রতিটি মুহূর্তে সত্যকে স্মরণ করে ঈশ্বরের পথে অগ্রসর হওয়াই মুক্তির একমাত্র উপায়। শ্রী শ্রী রাম ঠাকুর ও ভগবদ্‌গীতার বাণী আমাদের শিখিয়ে যায়—
"সত্যই মুক্তির পথ। সত্যনারায়ণের দাসত্বেই জীবনের পরম সিদ্ধি।"


SEO-Friendly Hashtags

#শ্রীশ্রীরামঠাকুর #বেদবাণী #ভগবদ্গীতা #সত্যনারায়ণ #আধ্যাত্মিকজীবন #হিন্দুধর্ম #মুক্তি #ভক্তি #যোগ #ভাগ্যওকর্মফল #SriSriRamThakur #BhagavadGitaTeachings #Spirituality #SanatanDharma

মানুষের জীবনে ভাগ্য, সুখ, ও দুঃখের খেলায় আমরা প্রায়শই সত্যধর্ম থেকে বিচ্যুত হই। শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী (২/৬০) মানুষের জীবনে ভাগ্য, সুখ, ও দুঃখের খেলায় আমরা প্রায়শই সত্যধর্ম থেকে বিচ্যুত হই। শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী (২/৬০) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on September 07, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.