🌿 শ্রীশ্রীরামঠাকুরের লীলা মাধুরী 🌿
📅 June 02, 2023 | শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক কার্যকলাপ
মৃত্যুপথযাত্রী পুত্রের শয্যাপার্শ্বে দয়াল ঠাকুর
(শ্রীশ্রীরামঠাকুরের অপ্রকট লীলার প্রায় দশ বছর পরে দয়াল ঠাকুরের করুণা প্রদর্শনের একটি মহিমার কথা) সতীশ গঙ্গোপাধ্যায় — পরম ভাগবৎ শ্রীমৎ সদানন্দ গঙ্গোপাধ্যায় মহোদয়ের জ্যেষ্ঠ পুত্র, নোয়াখালি জেলার সুধারামপুর শহরের বাসিন্দা ছিলেন।
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব প্রথমবার নিরুদ্দেশ থেকে গৃহে প্রত্যাবর্তনের পরে তাদের বাসায় কিছুদিন অবস্থান করেছিলেন। সেই সময়ে সতীশবাবুর জামাতা বাঁকুড়া জেলার সাব-ডিভিশন ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। তাঁদের জ্যেষ্ঠ পুত্রটি হঠাৎ কঠিন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। চিকিৎসকগণ নানা প্রয়াস সত্ত্বেও ব্যর্থ হলেন, আর পিতামাতা ভগ্নহৃদয়ে মৃত্যুর আশঙ্কায় দিনাতিপাত করছিলেন।
সেদিন গভীর রাতে পুত্রের অবস্থা অতি সঙ্কটজনক। শোকাতুরা জননী ক্লান্তিতে তন্দ্রাচ্ছন্ন। এমন সময় পুত্রের পিতা দেখলেন — শয্যাপার্শ্বের জানালা দিয়ে এক শ্রীমূর্ত্তি ঘরে প্রবেশ করে শিশুপুত্রের কপালে হাত রাখলেন এবং অল্পক্ষণ পরে অদৃশ্য হয়ে গেলেন।
তিনি ভীত না হয়ে লক্ষ্য করলেন, এই অবয়বটি তাঁদের ঘরে টানানো শ্রীশ্রীরামঠাকুরের ছবির সঙ্গে একেবারেই সাদৃশ্যপূর্ণ। মনে হল, ঠাকুর স্বয়ং এসে আশীর্বাদ দিয়ে গেলেন। তিনি স্ত্রীর হাত ধরে বললেন — “আর ভয় করো না, খোকা এখন সেরে উঠবে। ঐ পটের ঠাকুর স্বয়ং এসে খোকাকে আশীর্বাদ দিয়েছেন।”
ওঁ কৈবল্যং শাশ্বতং শান্তং,
ভক্তি শক্তি পরাত্মিকাঃ।।
প্রেম পিযুষ পূর্ণায়,
সত্যরুপং নমো নমঃ।।
ওঁ নমো ব্রহ্মন্যদেবায়,
নমস্তে ব্রহ্মতেজসে।।
ওঁ সত্যং পরম্ ধীমহি,
ওঁ তৎ সৎ ওঁ।।
এরপর কিছুক্ষণ পরে অসুস্থ সন্তান জেগে উঠে বলল — “মা, ওই দেয়ালের ঠাকুর এসে আমার কপালে হাত বুলিয়ে দিয়েছেন। এখন আমার আর কোনও কষ্ট নেই। আমার খুব খিদে পেয়েছে মা — আমাকে তাড়াতাড়ি খেতে দাও।”
যে শিশু চিকিৎসকদের মতে মৃত্যুপথযাত্রী ছিল, সে মুহূর্তে সুস্থ হয়ে উঠল — এক নবীন দীপ্ত মানুষ হয়ে। পিতামাতা আবেগে আপ্লুত হয়ে কাঁদতে লাগলেন, ঠাকুরের করুণার অপরিসীম মহিমা অনুভব করতে লাগলেন।
🌸 উপসংহার
শ্রীশ্রীরামঠাকুরের লীলায় প্রকাশ পেল — ভক্তের দুঃখ দূর করতে, সন্তানের জীবন রক্ষা করতে তাঁর মহিমা ও করুণা অপরিসীম।
জয়রাম।। জয়রাম।। জয় গুরু সত্য নারায়ণ।।
#শ্রীরামঠাকুর #SriSriRamthakur #অলৌকিকঘটনা #লীলা_মাধুরী #গুরুতত্ত্ব #RamthakurLeela

No comments: