দয়াল ঠাকুর: রামঠাকুরের করুণাময় লীলা
একদিন উত্তর পাড়ার মেথর পল্লীতে হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দরিদ্র মেথরদের ঘরগুলি পুড়ে ভস্মীভূত হতে থাকে। কিন্তু জাতিভেদ ও অস্পৃশ্যতার কারণে কেউ আগুন নেভাতে এগিয়ে যাচ্ছিল না।
শ্রীশ্রী রামঠাকুর এই করুণ দৃশ্য ও আর্তনাদ দেখে স্থির থাকতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ গঙ্গা থেকে কলসী ভরে জল এনে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লেন। ঠাকুরের এই দৃশ্য দেখে জাত্যাভিমান ভুলে সকলে তাঁর সাথে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ল।
সেই দিন থেকে ভক্তসমাজ তাঁকে "দয়াল ঠাকুর" বা "দয়াময় ঠাকুর" নামে অভিহিত করে। তবে ঐ সময় ঠাকুর পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান, যা দীর্ঘদিন প্রকট ছিল।

No comments: