“ভাগ্যং ফলতি সর্ব্বত্রং” — বেদবাণী (২/৮০)
ভাগ্যং ফলতি সর্ব্বত্রং।
অদৃষ্টকে বাদ দিয়া চলিতে নাই — যাহা যাহা ভোগের প্রাপ্ত হইবে তাহাতেই সন্তোষ থাকিতে হয়।
সংক্ষিপ্ত অনুবাদ (বাংলায়)
অর্থ — ভাগ্য সর্বত্রই ফল দেয়। কোনো কিছুকে বলিয়া কেবল নিজেরই ইচ্ছা মেনে চলা সম্ভব নহে; অদৃষ্ট (অভাগা / যাকে ভাগ্য প্রার্থী) কে সম্পূর্ণ বাদ দেওয়া যায় না। জীবনে যা কিছু ভোগ করা হয়ে—তা নিয়েই সন্তোষ বজায় রাখা উচিত।
ব্যাখ্যা (শ্রীশ্রী রামঠাকুরের দৃষ্টিতে)
ঠাকুর এখানে বলিতেছেন—জীবনে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। ভাগ্য ও প্রাকৃতিক বিধি আছে; সেই কারণেই অনাগত, অনাকাঙ্খিত বিষয়ও আসে। অতএব যে জিনিস আমাদের অনায়াসে প্রাপ্ত, অথবা যে অভিজ্ঞতা ভাগ্য দিয়েছে—তার মধ্যেই কৃতজ্ঞতা ও সন্তোষ খুঁজে নিতে শিক্ষা নিলে মন শান্ত থাকে। পূজা-চর্চা ও ভক্তিমাধ্যমে আপনি ঈশ্বরের মঙ্গলময় বিধানকে গ্রহণ করলে অভাব ও অনিশ্চয়তা কমে।
ব্যবহারিক পাঠ — কি করলে উপকার হবে?
১) প্রতিদিন ক্ষুদ্র-কৃতজ্ঞতা অনুশীলন করুন — যা আছে তাতেই ধন্যতা জ্ঞাপন।
২) অবাঞ্ছিত পরিস্থিতে হতাশ না হয়ে, সেটা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন।
৩) ভক্তি, সেবা ও নৈতিক আচরণকে জীর্ণ-অচেতনতা ভুলে জীবনের কেন্দ্র করুণ — এতে অভাবের বোধ ধীরে ধীরে হ্রাস পাবে।

No comments: