ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলাকালে কালীয় নামক বিষধর নাগরাজকে দমন করিয়াছিলেন। কালিয়-নাগ ব্রজভূমের কালীয় হ্রদে সপরিবারে বাস করিত।
শ্রীশ্রীঠাকুর কর্তৃক পৌরাণিক আখ্যায়িকা অবলম্বনে তত্ত্ব বিশ্লেষণ
ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলাকালে কালীয় নামক বিষধর নাগরাজকে দমন করিয়াছিলেন। কালিয়-নাগ ব্রজভূমের কালীয় হ্রদে সপরিবারে বাস করিত। এই হ্রদের তটে গবাদি পশু পর্য্যন্ত উপস্থিত হইলে কালীয়ের বিষাক্ত নিশ্বাসে মূর্ছিত হইয়া পড়িত। শ্রীকৃষ্ণ একদিন ক্রীড়াচ্ছলে ধেনুবৎস সহ রাখাল সখাদের সঙ্গে নিয়া কালীয় হ্রদের তটে উপস্থিত হইতেই কালিয়-নাগ তাহার সহস্রফনা বিস্তার করিয়া হ্রদের জলে ভাসিয়া উঠিল এবং সেই সঙ্গে তাহার নিশ্বাসে ধেনুবৎস ও রাখাল বালকগণ সকলেই মূর্ছিত হইয়া পড়িল।
তদ্দর্শনে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় হ্রদে ঝাঁপাইয়া পড়িয়া লম্ফ প্রদান করত: কালীয়ের বিস্তারিত ফনার উপর উঠিয়া নাচিতে থাকেন। কালীয় তাহাতে মাথায় অত্যন্ত গুরুভার বোধ করিতে থাকে এবং তাহার বিস্তারিত ফনাগুলি হইতে রক্তক্ষরণ আরম্ভ হয়। নৃত্যের তালে তালে ও পদসঞ্চালনের চাপে কালীয়ের ফনাগুলি একটি একটি করিয়া খসিয়া পড়িতে থাকে। যখন শুধু বৃহৎ ফনাটি মাত্র অবশিষ্ট থাকে, তখন তাহার শ্বাসরুদ্ধ হইবার উপক্রম হইলে সে নিজে এবং তাহার পরিবারবর্গ কালীয়ের প্রাণ ভিক্ষা চাহিয়া শ্রীকৃষ্ণের স্তুতি আরম্ভ করে। “তাহারা কালীয়হ্রদ ছাড়িয়া অতল সমুদ্রে চলিয়া যাইবে” — এই প্রতিশ্রুতি নিয়া ভগবান শ্রীকৃষ্ণ কালিয়-নাগের জীবন ভিক্ষা দেন।
ঠাকুরের তত্ত্বভিত্তিক ব্যাখ্যা
শ্রীশ্রীঠাকুর এই আখ্যানের যে অপূর্ব বিশ্লেষণ করিয়াছিলেন তাহা আমার ক্ষুদ্র বুদ্ধিতে যাহা ধরিতে পারিয়াছি তাহা এই — জীবের অন্তঃকরণই কালীয় হ্রদ। তাহার ভিতরকার কামনা-বাসনা, হিংসা, দ্বেষ, লোভ, স্বার্থপরতা প্রভৃতি কালীয় সর্পের সহস্র ফনা। যিনি সকল জীবের অন্তরে প্রাণরূপে রহিয়াছেন, জীবের অচ্যুত সারথি, তিনিই ব্রজের নৃত্যগোপাল। তাঁকে মনে প্রাণে ডাকিলে ডাকার ছন্দে ছন্দে, তালে তালে তিনি তোমার হৃদয় আঙিনায় নাচিবেন — আর তোমার অন্তরের অহংরূপ দুর্ভেদ্য প্রাচীরের বেষ্টনী ভাঙ্গিয়া চুরমার হইয়া যাইবে, তোমার দুর্জয় মন মঞ্জরী হইয়া উঠিবে। তুমি অহং-বিমুক্ত হইয়া শাশ্বত আনন্দের অধিকারী হইবে।
— ‘শ্রীশ্রী রামঠাকুরের কথামৃত বিন্দু’
শ্রীব্রজেন্দ্র কুমার চৌধুরী
#SriSriRamThakur #TattvaAnalysis #Bhakti #KrishnaLeela #SpiritualBengal #কালীয়দমন #আধ্যাত্মিক_চিন্তা #জ্ঞান_ও_ভক্তি
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
October 16, 2025
Rating:


No comments: