শ্রীশ্রীঠাকুরকে ভোগ দিয়ে জল দেয়া হতো এই গ্লাসে। ঢাকা দেওয়া গ্লাস, ঢাকনা সরিয়ে গ্লাসের জল খেয়েছিলেন স্বয়ং শ্রীশ্রীঠাকুর। শ্রদ্ধেয় লীলাপার্ষদ অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে এই গ্লাসটি আজও অপরিসীম যত্নে রক্ষিত আছে। গভীর ভক্তি ও ভালোবাসার আবেগে তিনি একদিন গ্লাসটি আমাদের হাতে তুলে দিয়েছিলেন
শ্রীশ্রীঠাকুরের ব্যবহৃত গ্লাস — এক পরম স্মৃতি
শ্রীশ্রীঠাকুরকে ভোগ দিয়ে জল দেয়া হতো এই গ্লাসে। ঢাকা দেওয়া গ্লাস, ঢাকনা সরিয়ে গ্লাসের জল খেয়েছিলেন স্বয়ং শ্রীশ্রীঠাকুর। শ্রদ্ধেয় লীলাপার্ষদ অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে এই গ্লাসটি আজও অপরিসীম যত্নে রক্ষিত আছে। গভীর ভক্তি ও ভালোবাসার আবেগে তিনি একদিন গ্লাসটি আমাদের হাতে তুলে দিয়েছিলেন।
উপলব্ধির সেই মুহূর্ত ভাষায় প্রকাশ করা যায় না। অন্তরাত্মা কেঁপে উঠেছিল এই দূর্লভ ঘটনার সাক্ষী হয়ে। গ্লাসের কিনারা ছুঁতে গিয়ে হাত কাঁপছিল—এই তো সেই দিক, যেদিক দিয়ে ঠাকুর মুখ রেখেছিলেন! না না—হয়তো ওইদিকে মুখ রেখেছিলেন...
উপস্থিত সবার মনে একটিই ভাবনা—এই গ্লাসে ঠাকুরের ছোঁয়া আছে, তাঁর প্রিয় স্পর্শ এখন আমাদের সামনে। যে সুযোগটি আমাদের হাতে এনে দিয়েছিলেন তিনি, তাঁকে আজও প্রতিদিন শ্রদ্ধাভরে স্মরণ করি।
পরম প্রাপ্তি আমাদের।
জয়রাম জয়রাম
গুরু কৃপাহি কেবলম্
#SriSriRamThakur #ভক্তিরআলো #গুরুকৃপারচিহ্ন #SpiritualLegacy #জয়রাম #BhaktiBengal #RamThakurSmriti
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
October 16, 2025
Rating:





.jpg)
No comments: