গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

ঠাকুরের দৃষ্টি সর্বত্র — চিত্রপটে নিত্য বিরাজমান


ঠাকুর বলিতেন, “তাঁহার চিত্রপটের মধ্যে তিনি সর্ব্বদাই বিরাজ করেন।” তবু তাঁহাকে শ্রীদেহে দেখিবার এবং সান্নিধ্যে থাকিবার জন্য আমাদের মন এত আগ্রহ ও ব্যাকুলতায় পূর্ণ থাকিত। ভুল করিতাম—ভ্রমেই যেন ভাবিতাম—চিত্রপটে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করিতে পারিতাম না।

একদিন আমার স্ত্রী ঠাকুর দর্শনের উদ্দেশ্যে প্রায় রাত্রি ১০টার সময় শ্রীযুক্ত রোহিণীবাবুর বাসায় গেলেন, সঙ্গে আমিও ছিলাম। ঠাকুর তখন শুইয়া পড়িতেছিলেন। আমার স্ত্রীকে দেখামাত্র ঠাকুর উঠিয়া বসিলেন। তিনি প্রণাম করিয়া নীচে বসিলে ঠাকুর ধীরে কহিলেন—

“আপনার নিকট যে চিত্রপট আছে, সেখানে ত' আমি নিত্য বিরাজমান, তবে অনর্থক কষ্ট করিয়া আমার নিকট আসার প্রয়োজন কি?”

ইহার পরে আমার স্ত্রী ঠাকুরের নিকট খুব কম যাইতেন, কারণ বিশ্বাস জন্মিয়াছিল— চিত্রপটে তিনি সত্যই নিত্য বিরাজমান।

— শ্রীউপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
তাঁহার স্মরণে


#SriSriRamThakur #Faith #Bhakti #GuruKripa #চিত্রপটের_লীলা #উপেন্দ্রনাথবন্দ্যোপাধ্যায় #SpiritualRealization

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on October 16, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.