🌺 সত্যনারায়ণের আবির্ভাব ও শ্যামা পূজোর অলৌকিক কাহিনী 🌺
— শ্রীমতী কিরণবালা মজুমদার বর্ণিত এক আশ্চর্য্য ঘটনা
আমাদের বাড়িতে সত্যনারায়ণের আবির্ভাব হলো ১৪ই আশ্বিন। চার-পাঁচ দিন পর ঠাকুর নিজেই বললেন যে শরীরটা ভালো লাগছে না, তাই একটু ঘুরে আসবেন। কিছুদিন পরেই তিনি দেওঘরে চলে গেলেন, এবং তার পরেই এক আশ্চর্য্য ঘটনা ঘটল।
একদিন দুপুরে আমার জা আর আমি দুজনেই স্বপ্নে দেখলাম বাড়িতে কালী পূজো। দু'একদিন পরেই দেওঘর থেকে ঠাকুরের চিঠি এলো। তিনি কর্ত্তাকে (কুঞ্জবাবু) লিখলেন যে, “কালী পূজো করলে তোমাদের মঙ্গল হবে।” তাই আমরা পূজো করার সিদ্ধান্ত নিলাম।
এরপর ঠাকুরের আরেকটি চিঠি এলো — “গৃহস্থের ঘরে কালীরূপে নয়, শ্যামারূপে পূজিত হওয়াই মঙ্গল।” আমরা সেই মতো শ্যামা মূর্ত্তি প্রস্তুত করালাম এবং নিয়মিত পূজো চলতে লাগল। ছয় বছর পর সপ্তম বছরে এক অলৌকিক ঘটনা ঘটল।
রাত তখন দুটো। শ্যামা পূজো চলছে। হঠাৎ এক বিরাট কাক এসে বারান্দায় বসে খুব জোরে পাখা ঝটপট করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই কাকটি পূজোর ঘরে ঢুকে সরাসরি দেবী শ্যামার কাঁধে বসে পড়ল! মুহূর্তের মধ্যে আবার উড়ে বাইরে চলে গেল।
রাত দুটোয় কাকের এমন আগমন, এবং সে শুধুমাত্র দেবীর প্রতিমার গায়ে বসবে — এই ঘটনাকে সকলে অশুভ মনে করেছিল। কিন্তু আজ মনে হয়, যা আমরা অশুভ ভেবেছিলাম, সেটিই ছিল পরম শুভ। হয়তো দেবী বা ঠাকুর নিজেই কোনো অদৃশ্য রূপে এসেছিলেন।
ঠাকুর তখন দেহত্যাগ করেছেন, তাই ব্যাখ্যা পাওয়া যায়নি। কিন্তু অন্তরে অনুভব হয়, অনেক সময় ঠাকুর নিজে দেহী বা বিদেহী রূপে গৃহস্থের ঘরে আসেন, তাঁদের মঙ্গল সাধন করেন।
“যে জন না যায় তীর্থ পর্য্যটনে, কালী বৈ আর না শোনে কানে।”
— পরাত্মিকা রামপ্রসাদস্য উক্তি
ধীরা, স্থীরা, গম্ভীরা, বিরাজিত লম্বোদরীর ক্রোড় জানিবেন।
— শ্রীশ্রী রামঠাকুর, বেদবাণী ৩য় খন্ড (৮৫)
🕉️ ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র — শ্রীমতী কিরণবালা মজুমদার 🕉️
উদ্ধৃত: বেদবাণী ৩য় খন্ড, পৃষ্ঠা ৮৫ | “বাণীর আলোকে পথ চলা” – শ্রীশ্রী রামঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা, রচয়িতা: শুভ্রত মজুমদার
🔖 Tags:
#SriSriRamthakur #Vedbani #KaliPuja #ShyamaPuja #BengaliDevotionalStory #Satyanarayan #RamthakurBani #SubrataMajumder #SpiritualExperience #MiracleStory

No comments: